মিমির জীবনে কি নতুন কেউ! প্রেমের গানের ভিডিও দেখে জল্পনা টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়ায়। মিমি-র জীবনে কি নতুন কেউ এসেছেন? কারণ প্রায়ই প্রেমের গানে গুনগুনিয়ে উঠছেন মিমি। নিজের গলায় গান না গাইলেও টিকটক অ্যাপ ব্যবহার করে বিভিন্ন গান পোস্ট করছেন নায়িকা। তাই টলিপাড়ার নতুন গুঞ্জন, মিমির মনে এই মুহূর্তে কে বাসা বেঁধেছেন। সম্প্রতি মিমি একটি টিকটক ভিডিও পোস্ট করেন। শাড়ি, কালো টিপ ও ঝুমকো কানের দুলে বঙ্গনারীর বেশে এই ভিডিওটি পোস্ট করেন মিমি। আমার পরাণ যাহা চায় গানে মিমি যেন ঠিক পাশের বাড়ির সদ্য প্রেমে পড়া তরুণী। রবীন্দ্রনাথের গানে নায়িকাকে এই বেশ ভক্তদের মনে করিয়ে দিয়েছেন গানের ওপারে ধারাবাহিকের মিমি অভিনীত পুপে চরিত্রটির কথা। মিমির এই ভিডিও ইনস্টাগ্রামে মুহূর্তে ভাইরাল হয়। এর আগেও মিমি বেশ কয়েকটি টিকটক ভিডিও পোস্ট করেন। জাস্টিন বিবারের লেট মি লাভ ইউ গানে মিমির নাচ দেখে টলিপাড়ায় জল্পনা শুরু হয়, তা হলে কি মিমি প্রেমে পড়েছেন! তবে এসব জল্পনায় মোটেও কান দিচ্ছেন না নায়িকা। View this post on Instagram যদি আরো কারে ভালোবাসো , যদি আরো ফিরে নাহি আসো তবে তুমি যা যা চাও তাই যেন পাও , আমি যত দুখো পাই গো..... আমারও পরানো যাহা চায় !!!!!💕 A post shared by Mimi (@mimichakraborty) on Feb 7, 2019 at 10:14pm PST আর/০৮:১৪/১০ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2SHeato
February 10, 2019 at 08:36PM
10 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top