সহায়ক মূল্যে ধান কেনা শুরু পদমতি-২ অঞ্চলে

হেলাপাকড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ পশ্চিমবঙ্গ সরকার নির্ধারিত সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু হল ময়নাগুড়ি ব্লকের পদমতি-২ গ্রামপঞ্চায়েতে। মঙ্গলবার হেলাপাকড়ি হাটে প্রথম শিবির করে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়। ইতিমধ্যেই ব্লকের বিভিন্ন অঞ্চলে সরকারি দরে ধান কেনা শুরু হলেও এই অঞ্চলে এই প্রথম।

প্রসঙ্গত, ব্লক প্রশাসনের তরফে এবার সরকার নির্ধারিত সহায়ক মূল্যে ধান ক্রয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উপর। শিবিরে করে ধান ক্রয়ের বিষয়টি আগাম কৃষকদের জানিয়ে দেওয়া হয়েছিল। সেই মতো এদিন হেলাপাকড়ি দুর্গামন্ডপে সমাজ কল্যাণ মহিলা সঙ্ঘের সদস্যদের তরফে শিবির খোলা হয়। সংঘের সম্পাদিকা ঝুমুর অধিকারী বলেন, কৃষক প্রতি ১৫ কুইন্টাল করে মোট ১৫ জন কৃষকের ধান ক্রয় হয়েছে এদিনের শিবিরে। চেকের মাধ্যমে কৃষকদের ধানের মূল্য প্রদান করা হচ্ছে। তিনি বলেন, সরকারি ভাবে মাসে একটি শিবির করার নির্দেশ পেয়েছেন তাঁরা। কিন্তু মাসে একটি মাত্র শিবির করে ধান ক্রয় করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে।

সংবাদদাতাঃ উৎপল সেন



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IFclJz

February 26, 2019 at 05:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top