চিতাবাঘের চামড়া সহ গ্রেফতার দার্জিলিংয়ের যুবক

ওদলাবাড়ি, ১৪ ফেব্রুয়ারিঃ চিতাবাঘের চামড়া সহ গ্রেফতার দার্জিলিংয়ের এক যুবক। ক্রেতা সেজে ছদ্মবেশে বমাল আশিষ ছেত্রী নামে ওই যুবককে ধরে ফেলেন বনদপ্তরের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার ঘটনাটে ঘটে ওদলাবাড়িতে। এই বিষয়ে সঞ্জয়বাবু বলেন, ‘এদিন সকালে চিতাবাঘের চামড়া ভুটানে পাচার হবার খবর পেয়ে ওদলাবাড়ির একটি ধাবায় ক্রেতা সেজে অপেক্ষা করছিলাম। নির্দিষ্ট সময়ে একটি গাড়িতে চেপে পাচারকারী ধাবায় এসে আমাদের সঙ্গে দরদাম শুরু করেন। তিনলক্ষ কুড়ি হাজার টাকায় দাম ঠিক হবার পর চিতাবাঘের চামড়া দেখাতে বললে ওই যুবক তার ব্যাগ থেকে সেটি বের করতেই তাকে গ্রেফতার করা হয়।’ ধৃতকে জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, দার্জিলিং এর টাকভার টি-এস্টেটের অন্তর্ভুক্ত বাড়াপাতাভুং চা বাগানের বাসিন্দা আশিষ ছেত্রীর বাবা শিলিগুড়িতে পুলিশে কর্মরত। ৬ দিন আগে ফাঁদ পেতে পূর্ণ বয়স্ক পুরুষ ওই চিতাবাঘটি হত্যা করা হয়। চা বাগান পরিচালকদের একাংশের প্রত্যক্ষ মদতে মৃত চিতাবাঘের চামড়া ছাড়িয়ে দেহের বাকি অংশটুকু সমাধিস্থ করা হয়। চামড়াটি ভুটানে পাচার হবার কথা ছিল। সঞ্জয় দত্ত আরও বলেন, ধৃত যুবকের বিরুদ্ধে বন্যপ্রান সংরক্ষন আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদদাতাঃ অনুপ সাহা



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2DHxfBV

February 14, 2019 at 05:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top