পছন্দের চ্যানেল বাছাই করার সময়সীমা বাড়াল ট্রাই

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারিঃ টিভির দর্শকদের জন্য এবার সুখবর। পছন্দের চ্যানেল বাছাই করতে সময়সীমা বাড়াল ট্রাই (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া)। তারা জানিয়েছে, আগামী ৩১ মাৰ্চ পর্যন্ত গ্রাহকরা তাঁদের পছন্দের টিভি চ্যানেল বেছে নেওয়ার সময় পাবেন। আপাতত পুরোনো নিয়মেই কেবল এবং ডিটিএইচ পরিসেবা পাবেন দর্শকরা।

টিভি দেখার খরচ কমাতে ২০১৭ সালের মার্চে নয়া ডিটিএইচ নিয়ম চালু করার প্রস্তাব দেয় ট্রাই। তারা জানায়, নতুন নিয়মের ফলে দর্শক শুধুমাত্র তাঁর পছন্দের চ্যানেলগুলিই দেখবেন এবং তার জন্যই পয়সা দেবেন। গত ২৯ ডিসেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়। চ্যানেল পিছু টাকার তালিকাও প্রকাশ করে দিয়েছে ট্রাই। ১৫৩.৪০ টাকা দিয়ে গ্রাহকরা ১০০টি ফ্রি টু এয়ার চ্যানেল দেখতে পারবেন বলে জানিয়েছে। কিন্তু এর বাইরের পছন্দের চ্যানেল দেখতে গেলে গ্রাহকদের প্রতি চ্যানেলের জন্য আলাদা করে টাকা দিতে হবে৷ সেক্ষেত্রে প্রতিটা চ্যানেলের জন্য কত টাকা দিতে হবে, তা আগে থেকে জানাতে হবে কেবল অপারেটরদের। সেই তালিকা বাছাই করে জানানোর সময়সীমাই বাড়িয়ে দিল ট্রাই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SAqLPW

February 13, 2019 at 12:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top