হেলাপাকড়ি, ১ফেব্রুয়ারিঃ বিরল প্রজাতির প্রাণী উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ময়নাগুড়ির পদমতি-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার সকালে দক্ষিণ পদমতির চর এলাকার জনৈক বাসিন্দার খড়ের গাদায় প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। স্থানিয়ারা সেটিকে ধরে বন দপ্তরকে খবর দেন। বন দপ্তরের নির্দেশে ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা সেটিকে উদ্ধার করে নিয়ে যান। সংগঠনের সম্পাদক নন্দুকুমার রায় জানান, এটি একটি ‘চাইনিজ বাডজার’ প্রজাতির প্রাণী। বর্তমানে এই প্রাণীটি প্রায় লুপ্ত হয়ে গিয়েছে। জানা গিয়েছে, প্রাণীটি কিছুটা অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য বন দপ্তরের লাটাগুড়ি এনআইসি-তে পাঠানো হয়েছে। সুস্থ্য হলে প্রাণীটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তরের তরফে জানানো হয়েছে।
সংবাদদাতাঃ উত্পল সেন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2CXpcRp
February 01, 2019 at 02:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন