মেটেলিতে চিতাবাঘের হানায় জখম মহিলা

মেটেলি, ১৩ ফেব্রুয়ারিঃ চিতাবাঘের হানায় জখম হলেন এক মহিলা চা শ্রমিক। নাম গ্রেস কেরকাট্টা (৪৬)। বুধবার বাগানে কাজ করে বাড়ি ফেরার সময় তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। মেটেলি ব্লকের জুরন্টি চা বাগানের ঘটনা।

গ্রেস কেরকাট্টা কাজ সেরে বাড়ি ফিরছিলেন। বাগানের ৯ নম্বর সেকশনে চিতাটি বেরিয়ে ওই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর চিৎকার শুনে সেখানে আসেন স্থানীয়রা। পালিয়ে যায় চিতাবাঘটি। জখম মহিলাকে উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন খুনিয়া স্কোয়াডের কর্মীরা। তাঁরাই মহিলাকে মাল হাসপাতালে ভরতি করার ব্যবস্থা করেন। জখম মহিলার চিকিৎসার খরচ বনদপ্তর থেকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। চিতাবাঘ ধরতে বাগানে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SLPfVl

February 13, 2019 at 05:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top