কলকাতা, ১৪ ফেব্রুয়ারি- ভ্যালেন্টাইনস ডে নয়। আমার কাছে ছোট থেকেই সরস্বতী পুজোর গুরুত্ব অনেক বেশি ছিল। ১৪ ফেব্রুয়ারি সেলিব্রেশন ছিল না। বরং বাঙালি প্রেমের দিনে আনন্দ হত অনেক বেশি। আমি লোরেটোতে পড়তাম। আমার স্কুলে সরস্বতী পুজো হত না। ছুটি থাকত ওই দিন। ফলে স্কুলের কোনও স্মৃতি নেই। কিন্তু তাতে আনন্দ কিছু কম পড়ত না। সেজেগুজে সকালবেলাতেই বেরিয়ে পড়তাম। বন্ধুদের বাড়ি যেতাম। ভোগ খেতাম। আমার মনে আছে, ক্লাস নাইনে প্রথম চিরকুট পেয়েছিলাম। প্রেমের প্রস্তাব। ভ্যালেন্টাইনস ডে নয়। ওই সরস্বতী পুজোতেই এসেছিল চিরকুট। বিয়ের পরেও আলাদা করে ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেশন হয় না। আমার বর অর্জুন রোম্যান্টিক, তবে তা শুধু আমার জন্যই। ও কোনও সারপ্রাইজ দিতে পারে। তেমনটা হলে খুশিই হব। তা ছাড়া ওই দিন হয়তো ডিনারে যাব আমরা। প্ল্যান করিনি কিছু। এমনিই যাব, ভ্যালেন্টাইনস ডে বলে নয়। তবে হ্যাঁ, এই বছরের ভ্যালেন্টাইনস ডে আমার কাছে কিছুটা স্পেশ্যাল তো বটেই। কারণ ভালবাসার সপ্তাহেই মুক্তি পেয়েছে ভালবাসার ছবি তৃতীয় অধ্যায়। এমন রোম্যান্টিক থ্রিলার আমাদের এখানে খুব একটা হয় না। প্রথম যখন পরিচালক, মানে মনোজদা (মিশিগান) আমার কাছে চিত্রনাট্য এনেছিলেন, আমার শুরুতেই অন্যরকম লেগেছিল। অনেকদিন পর আবিরের(চট্টোপাধ্যায়) সঙ্গেও কাজ করলাম। ভাল লাগছে সকলের। প্রেমের সপ্তাহে প্রেমের ছবিব্যাপারটাই দারুণ না?
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2X3JqSv
February 14, 2019 at 04:34PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন