রাজীবের আকাশে কতটা মেঘ, আজ জানাবে সুপ্রিম কোর্ট 

ওয়েব ডেস্ক, ৫ ফেব্রুয়ারিঃ আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের ভবিষ্যৎ কোনদিকে যাচ্ছে, তার ইঙ্গিত দেবে। কলকাতা থেকে সিবিআইয়ের আধিকারিকরা তাঁর বিরুদ্ধে যাবতীয় তথ্যপ্রমাণ নিয়ে হাজির হয়ে গিয়েছেন দিল্লিতে। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা মোটামুটি নিশ্চিত, সারদা মামলার নথিপত্র নষ্ট করার ব্যাপারে পুলিশ কমিশনারের বিরুদ্ধে যা তথ্যপ্রমাণ হাতে আছে তাতে রাজীব কুমারকে বড়শিতে গাঁথা এখন সময়ের অপেক্ষা। পরিস্থিতি যে ভালো নয়, তা বুঝে মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে ৩৭ ঘণ্টা পরেও ওঠেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরং, এই ধরনা মঞ্চকে মোদী সরকারের বিরোধী মঞ্চ হিসাবে জাতীয়স্তরে প্রতিষ্ঠা দিতে মরিয়া চেষ্টা করছেন তিনি। ইতিমধ্যেই কেজরিওয়াল, কানিমোঝি, তেজস্বী যাদবকে মঞ্চে আনতে পেরেছেন মমতা। সমর্থন পেয়ে গিয়েছেন খোদ রাহুল গান্ধির। পাশে থাকার বার্তা দিয়েছেন দেবেগৌড়া, অখিলেশের মতো নেতারাও। কিন্তু সুপ্রিম কোর্টের রায় রাজীব কুমারের বিরুদ্ধে গেলে এই ধরনা মঞ্চে তাঁদের কতজন আর পা রাখবেন, সেটা নিয়ে কিন্তু সন্দেহ থাকছেই। কারণ, লোকসভা ভোটের মুখে সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়া এক আইপিএস অফিসারের জন্য এতবড়ো ঝুঁকি বোধহয় কেউই নিতে চাইবেন না।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2MQMGfp

February 05, 2019 at 10:34AM
05 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top