কলকাতা, ০৪ ফেব্রুয়ারি- সারদা কেলেঙ্কারির ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটে অন্যতম অভিযুক্ত বলে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে শীর্ষ আদালতে তুলে ধরেছে সিবিআই। তাঁর সঙ্গে কথা বলতে সিবিআই আধিকারিকেরা কলকাতায় গিয়েছিলেন রবিবার। তবে দেখা করার আগেই তাঁদের লাউডন স্ট্রিটে সিপির বাসভবনের সামনে থেকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হল শেক্সপিয়র সরণী থানায়। পরে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। সেই ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার প্রতিবাদে ধরনায় বসেছেন। যে রাজীব কুমারকে নিয়ে এত হইচই সেই কলকাতা পুলিশ কমিশনারের মা বলছেন, আমার ছেলে নির্দোষ। কলকাতায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চপার অবতরণ করতে না দেওয়াতেই কেন্দ্র ক্ষেপে গিয়ে এইকাজ করেছে। রাজীব কুমারের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি এমন কোনও কাজে যুক্ত নন বলেই মহিলা দাবি করেছেন। যদি ছেলে কোনও ভুল করত তাহলে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর সমর্থনে নামবেন? প্রশ্ন তুলেছেন রাজীব কুমারের মা। প্রসঙ্গত, সিবিআইয়ের মতো সংস্থাকে কাজে লাগিয়ে কেন্দ্র সরকার বিরোধীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তাদের অযথা হয়রানি করছে, ভয় দেখাচ্ছে। সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাকে নিজের মতো করে রাজনৈতির স্বার্থসিদ্ধির জন্য নরেন্দ্র মোদী সরকার কাজে লাগাচ্ছে। এই অভিযোগে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের কাছে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে যাওয়ার ইস্যুতে মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যত বেলা গড়াচ্ছে এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর সারা দেশে তীব্র হচ্ছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WFyCdl
February 04, 2019 at 08:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top