মুম্বাই, ০৪ ফেব্রুয়ারি- কিছুদিন আগেই অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদ ঘটেছে ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নেহা কক্করের। বিষয়টি সহজে মেনে নিতে পারেননি এ গায়িকা। ফলে এ নিয়ে কম শোরগোল হয়নি সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি লাইভ শোতে সাবেক প্রেমিককে মনে করে ক্যামেরার সামনে কেঁদেছেনও নেহা। তবে এখন যেন মনের ক্ষত অনেকটাই শুকিয়ে এসেছে নেহার। ইনস্টাগ্রামে একাধিক পোস্টের মাধ্যমে নেহা নিজেই জানিয়েছিলেন, তিনিও আর পাঁচজনের মতো মানুষ, তাই বিচ্ছেদের ধাক্কা এত সহজে মেনে নিতে পারছেন না। তার ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। এমনকি তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন বলেও জানান নেহা। তবে এবার ঘুরে দাঁড়িয়েছেন নেহা। যে নেহা হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় এধরনের পোস্ট করেছিলেন, সেই নেহাই এবার গেয়েছেন `ইসমে তেরা ঘাটা, মেরা কুছ নেহি যাতা` গান। এই গানের মধ্যে দিয়েই যেন নেহা বলতে চেয়েছেন হিমাংশের সঙ্গে বিচ্ছেদের কষ্ট কাটিয়ে উঠেছেন তিনি। সাময়িক ভেঙে পড়লেও এবার শক্ত হয়ে উঠেছেন, এসবে কিছুই আসে যায় না তার।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2t23Ai2
February 04, 2019 at 09:40PM
04 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top