রাজগঞ্জ, ১৫ ফেব্রুয়ারিঃ কাঁটাতারের বেড়ার ওপারে উরস উত্সবে মিলল দুই বাংলা। শুক্রবার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের জুম্মাগছ এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের বেড়ার ওপারে উরস উত্সব হয়। পিরবাবা আব্দুল রশিদের মাজারে এই উরসে দু’দেশের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আব্দুল রশিদ নামে ওই ধর্মগুরুর বাড়ি ছিল বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সালবাহান হাট এলাকায়। অনেক বছর আগে তিনি এপারে সন্ন্যাসীকাটায় বোনের বাড়ি বেড়াতে এসে মারা যান। তৈঁর ইচ্ছা অনুযায়ী দুই দেশের সীমান্তের জিরো পয়েন্টে তাঁকে সমাধিস্থ করা হয়। তখন সীমান্তে কাঁটাতারের বেড়া ছিল না। সেইয় সময় থেকে দুই দেশের মানুষ প্রতিবছর ফাল্গুন মাসের একটি বিশেষ দিনে যৌথভাবে উরস উত্সব পালন করেন। পরবর্তীতে কাঁটাতারের বেড়া দেওয়া হলেও সীমান্ত রক্ষীবাহিনীর অনুমতি নিয়ে প্রতিবছর এই উত্সব হয়। এ বছর হজরত শাহসুপি আব্দুল রশিদের ৩০তম উরস উত্সব। এদিন বিএসএফ সীমান্তের গেট নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেয়। রাজগঞ্জ ব্লকের নারায়ণজোত, জুম্মাগাছ, সর্দারপাড়া, ফুলবাড়ি সহ বিভিন্ন স্থান থেকে প্রচুর মানুষ মাজার শরিফে আসেন। প্রত্যেকের পরিচয়পত্র পরীক্ষা করে বেড়ার ওপারে যেতে দেয় বিএসএফ।
অন্যদিকে, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কড়া পাহারায় আসেন। দুই বাংলা মিলে কয়েক হাজার মানুষের সমাগম হয়। মাজার শরিফে ওই ধর্মগুরুর গুণকীর্তন ছাড়াও প্রার্থনা এবং মানত করা হয়। রাজগঞ্জ ব্লকের বিধায়ক খগেশ্বর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় সহ সমাজসেবী লৈক্ষ্যমোহন রায়, মকসেদ আলম প্রমুখ উরসে উপস্থিত ছিলেন। তাঁরা জানান, মাজার শরিফটি আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টে অবস্থিত। ফলে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। তবু চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SEdNk9
February 16, 2019 at 03:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন