উন্নয়নের কাজ চলছে সীমান্ত এলাকায়

উন্নয়নের কাজ চলছে সীমান্ত এলাকায়

জলপাইগুড়ি, ২৭ ফেব্রুয়ারি ঃ জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ ও ভারত-ভুটান সীমান্ত এলাকায় এলাকা উন্নয়ন তহবিল (বিএডিপি)-এর কাজ চলছে। জলপাইগুড়ি সদর ও রাজগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্ত এবং ধূপগুড়ি ও নাগরাকাটা ব্লকের ভুটান সীমান্ত এলাকায যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। এই প্রকল্পগুলির জন্য রাজ্য সরকার ৪ কোটি ৬৭ লক্ষ ৪২ হাজার টাকা দিয়েছে। অন্যদিকে, কেন্দ্র সরকার দিয়েছে ৬ কোটি ৫৯ লক্ষ ৯৬ হাজার টাকা। ওই প্রকল্পগুলির মধ্যে রাস্তা, পানীয় জল, অ্যাম্বুলেন্স, খেলার সরঞ্জাম দেওয়া, শৌচালয় তৈরির কাজ রয়েছে। ধূপগুড়ি ব্লকের দেবপাড়া রাঙাতি বস্তিতে ৫০ লক্ষ টাকা ব্যয়ে চামুর্চি ফরেস্ট বস্তি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের জন্য পানীয় জল প্রকল্পের মিনি জলাধার নির্মাণের কাজ চলছে। নাগরাকাটা ব্লকের সুলকাপাড়ার কমিউনিটি হল ও প্রাথমিক বিদ্যালয়ে সামনে জলপ্রকল্পের জন্য যথাক্রমে ৫০ লক্ষ এবং ৩০ লক্ষ টাকা করে খরচ হচ্ছে। নাগরাকাটার খেরকাটা গ্রামে আংরাভাসা-বানারহাট সড়ক তৈরি করতে ২৫ লক্ষ টাকা খরচ হচ্ছে। রাজগঞ্জ ব্লকের ৭৪৬ নম্বর সীমান্ত পিলারের কাছে মহিলাদের জন্য দুটি শৌচালয নির্মাণে সাড়ে তিন লক্ষ টাকা খরচ হচ্ছে। নাগরাকাটার জিতি গ্রামে কমিউনিটি হলের সামনে পানীয় জল প্রকল্পের জন্য ২০ লক্ষ টাকা খরচ করা হবে। এছাড়া জলপাইগুড়ি সদর ব্লকে বাংলাদেশ সীমান্তের খারিজা বেরুবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় যমুনা নদী এবং রাজগঞ্জের করতোয়া নদীর বাঁধ সংরক্ষণে ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা করে খরচ হচ্ছে। ধূপগুড়ির ভুটান সীমান্তের সিপচু এলাকায় গভীর নলকূপ ও সাব মার্সিবল পাম্প বসিযে জলপ্রকল্পের জন্য ৪০ লক্ষ টাকা খরচ হচ্ছে। চামুর্চিতে ভুটান গেট থেকে চামুর্চি বিওপি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণে ১৪ লক্ষ এবং নাগরাকাটার ক্যারন গ্রাম থেকে ক্যারন বিওপি পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করা হবে। এর জন্য খরচ ধরা হয়েছে সাড়ে ১৩ লক্ষ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2VmKfEj

February 27, 2019 at 03:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top