ফালাকাটা, ৫ ফেব্রুয়ারিঃ ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামের নির্মাণ কাজের সূচনা হল। মঙ্গলবার ওই প্রকল্পের কাজের আনুষ্ঠানিক সূচনা করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের উপদেষ্টা তথা শিলিগুড়ি তরাই ডুয়ার্স গোর্খা ডেভলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান মোহন শর্মা। মোহন বাবু ছাড়াও ফালাকাটার বিধায়ক অনিল অধিকারি, পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা, পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দাস সহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে তিনটি পর্বে ওই স্টেডিয়ামের নির্মাণ কাজ সম্পন্ন হবে। এজন্য প্রথম পর্বে ৫ কোটি ৯০ লক্ষ টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। শিলিগুড়ির একটি এজেন্সি স্টেডিয়াম নির্মাণ কাজের বরাত পেয়েছে। এই বিষয়ে টাউন ক্লাবের সচিব নিতাই সেন বলেন, ফালাকাটায় স্টেডিয়াম নির্মাণের দীর্ঘদিনের দাবি পূরন হওয়ায় আমরা আনন্দিত। ওই স্টেডিয়ামের নির্মাণ কাজ সম্পন্ন হলে ফালাকাটায় ক্রীড়া ক্ষেত্রে আরও জোয়ার আসবে। আগামী এক বছরের মধ্যেই প্রথম পর্বের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। জানা গিয়েছে স্টেডিয়াম নির্মাণের জন্য টাউন ক্লাবের ইন্ডোর স্টেডিয়াম ভাঙ্গা পড়বে। পরবর্তীতে টাউন ক্লাবের দক্ষিণ-পূর্ব অংশে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেই আধুনিক মানের নয়া ইন্ডোর স্টেডিয়াম গড়ে দেওয়া হবে। ফালাকাটাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল টাউন ক্লাবের মাঠে স্টেডিয়াম নির্মাণের। সেই দাবি বাস্তবায়িত হতে চলায় খুশি ফালাকাটার ক্রীড়া মহল।
সংবাদদাতাঃ সুকমল ঘোষ
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Gpl0Ns
February 05, 2019 at 08:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন