পারমাণবিক অস্ত্রসম্ভারের দায়িত্বপ্রাপ্ত এনসিএ-র সঙ্গে বৈঠকে বসবে পাকিস্তান

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারিঃ ভারতের প্রত্যাঘাতের পর আজ ন্যাশনাল কম্যান্ড অথরিটি (এনসিএ)-র সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এনসিএ পাকিস্তানের যুদ্ধকালীন প্রক্রিয়া ও পারমাণবিক অস্ত্র সংক্রান্ত সমস্ত বিষয়কে নিয়নন্ত্রণ করে। জানা গিয়েছে, বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর অফিসে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন, স্টাফ কমিটির চেয়ারম্যান জয়েন্ট চিফ, জেনারেল জুবির মেহমুদ হায়াত ও সেনাপ্রধান জেনারেল বাজওয়া। এছাড়াও চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান, চিফ অফ নাভেল স্টাফ, হেড অফ সেনসিটিভ ইনস্টিটিউশনস, নিরাপত্তা আধিকারিক সহ আরও অনেকে বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন বলে জানা গিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2VqR8ET

February 27, 2019 at 12:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top