মালবাজার, ১২ ফেব্রুয়ারিঃ তীব্র পানীয় জল সমস্যায় ভুগছে মাল শহর লাগোয়া রাজা চা বাগানের ফাটকান জোথ প্রাথমিক বিদ্যালয়। মিডডে মিল পরিচালনার জন্য এক কিলোমিটার দূর থেকে জল সংগ্রহ করে আনতে হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, পূর্বে বিদ্যালয়ে জলের ব্যবস্থা করা হলেও তা বেশি দিন যাবৎ ফলদায়ক হয় নি। চুরি হয়ে গিয়েছে জল উত্তোলনের মোটরটিও। ফলে বর্তমানে বিদ্যালয় চত্বরে কোনো পানীয় জলের সংস্থান নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মায়া দেবী থাপা জানান, বর্তমানে এক কিলোমিটার দূরের কুয়ো থেকে জল সংগ্রহ করে আনতে হচ্ছে। শৌচালয়েও জল নেই। পড়ুয়া, শিক্ষিকা সহ সকলেই সমস্যায় পড়ছে। এছাড়াও, বিদ্যালয়ে বর্তমানে সবমিলিয়ে দুইজন শিক্ষিকা রয়েছেন। পড়ুয়ার সংখ্যা ৪৮। প্রাক প্রাথমিক শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পাঁচটি শ্রেণী আছে। দুজন মিলে কিভাবে পাঁচটি শ্রেণী পরিচালনা করা যাবে, তা নিয়ে চিন্তায় রয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এবিষয়ে তৃণমূল শিক্ষা সেলের মাল চক্রের নেতা সুতীর্থ ঘোষ বলেন, ‘পড়ুয়া সহ সকলেই জলের সমস্যায় ভুগছে। অবিলম্বে সমস্যার সমাধান করা দরকার।’ এলাকাটি রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত। গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক চিক বারাইক বলেন, ‘জলের সমস্যার কথা শুনেছি। দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।’
সংবাদদাতাঃ বিদেশ বসু
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2DuX0pg
February 12, 2019 at 09:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন