উত্তরবঙ্গ ব্যুরো, ৪ ফেব্রুয়ারিঃ চিটফান্ড তদন্ত ইশ্যুতে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে হানা দেয় সিবিআই। এই ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল।
এদিন বিকেলে মেটেলির বাতাবাড়ি ফার্ম বাজারে প্রতিবাদ মিছিল ও পথসভা করে তৃণমূল কংগ্রেসের মেটেলি ব্লক কমিটি। মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি মোদির কুশপুতুলও দাহ করা হয়। এই মিছিলে ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রতিবাদ মিছিল ও পথসভা করা হয় বলে জানান তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি সোনা সরকার।
এদিকে, ময়নাগুড়ির হেলাপাকড়ি বাজারে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। এদিন সন্ধ্যায় দলের পদমতি-২ নম্বর অঞ্চল কার্যালয় প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিল বার করা হয়। কোচবিহারের মেখলিগঞ্জে তৃণমূলের বিক্ষোভ মিছিল হয়। মেখলিগঞ্জ তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, গণতন্ত্র রক্ষার দাবিতে ও রাজ্যে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করার যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে এদিনের এই বিক্ষোভ মিছিল। এই মিছিলে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেস নেতা বিষ্ণু অধিকারী, গোপাল প্রসাদ সাহা, বিষ্ণু পদ ঘোষ সহ অন্যান্যরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2WGhrbv
February 04, 2019 at 09:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন