চেন্নাই, ৩ ফেব্রুয়ারিঃ ব্যাগে ভরে চিতাবাঘের ছানা পাচার করতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি। চেন্নাই বিমানবন্দরে কাস্টমস কর্তারা ওই ব্যাংকক যাত্রীর ব্যাগের ভেতর থেকে চিতাবাঘের ছানাটিকে উদ্ধার করেন। চিতা শাবকটিকে চেন্নাইয়ের আরিগনার আন্না জুওলজিকাল পার্কে স্থানান্তরিত করা হয়েছে।
বিমানের গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির ব্যাগ থেকে মৃদু কুঁই কুঁই শব্দ পেয়ে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। এরপরই তল্লাশি চালিয়ে তাঁর ব্যাগ থেকে চিতাবাঘের ছানাটি উদ্ধার হয়। ধৃত ব্যক্তিকে জেরা করে জানা গিয়েছে, চেন্নাই বিমানবন্দরে কাউকে শাবকটি তুলে দেওয়ার কথা ছিল তার। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও কেউ আসেনি। ওই ব্যক্তিকে পরবর্তী তদন্তের জন্য বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2D3emJy
February 03, 2019 at 10:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন