ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে ভিসা পদ্ধতি সহজিকরণের আশ্বাস ভারতীয় হাই কমিশনারের

ভারতীয় হাই কমিশনের দ্বিতীয় সচিব মি. অজয় কুমার মিশ্রা শনিবার চাঁপাইনবাবগঞ্জের ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
দুপুরে শহরের পুরাতন বাজারস্থ চাঁপাইনবাবগঞ্জ শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে বণিক সমিতির সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান হানু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বণিক সমিতির সহ সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, পরিচালক লুৎফর রহমান ফিরোজ, সোনামসজিদ স্থল বন্দরের আমাদানীকারক গ্রুপের সাবেক সহ সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট বাবুল হাসতান দুরুল।
মতবিনিময় সভায় সোনামসজিদ স্থল বন্দরে আমদানী পণ্য পরিবহনে ভারতের মোহদীপুর বন্দরের বিভিন্নি সমস্যা, পণ্য আমদানী খরচ বৃদ্ধি, ভিসা পদ্ধতি সহজিকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায়, অজয় কুমার মিশ্রা ভারত-বাংলাদেশের ব্যবসা বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে দু’দেশের মন্ত্রী পর্যায়ে আলোচনা ও সমন্বিত উদ্যোগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময়কালে হাই কমিশনের দ্বিতীয় সচিবের সহধর্মিনী অঞ্জনা মিশ্রা ও দু’ মেয়ে উপস্থিত ছিলেন। পরে তারা শহরের পুরাতন বাজারস্থ সীতারাম মন্দির পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০২-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2Bi8OL2

February 02, 2019 at 10:27PM
02 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top