বিশ্বনাথ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও রেহাই পাচ্ছে না আবর্জনা থেকে

received_297010897666903-768x332মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: বিশ্বনাথ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে ময়লা-আবর্জনার দুর্গন্ধে ঠিকে থাকা দায়। সরেজমিনে দেখা গেছে স্বাস্থ্য কেন্দ্রের আশপাশের বাসা-বাড়ির লোকজন তাদের ঘরোয়া ময়লা-আবর্জনা ফেলে স্বাস্থ্য কেন্দ্রে আবর্জনার স্তুপ বানিয়ে রেখেছেন। এ প্রতিবেদকের সাথে আলাপকালে মেডিকেল অফিসার উপস্বাস্থ্য কেন্দ্র আক্ষেপ করে বলেন লোকজন আসে স্বাস্থ্য কেন্দ্র থেকে সুন্দর পরিবেশে সেবা নেওয়ার জন্য। কিন্তু এখানটায় এসে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারে না ময়লা-আবর্জনার দুর্গন্ধে। সব সময় নাকে কাপড় গুজে রাখতে হয়। আমরা যারা স্টাফ আছি আমাদেরও নাকে কাপড় গুজে অথবা মাস্ক ব্যবহার করতে হয়। আশপাশের ভাড়াটিয়াদের সাথে আমরা ময়লা-আবর্জনা না ফেলার জন্য অনুরোধ করলে উল্টো তারা প্রশ্ন করেন আমরা কোথায় ময়লা-আবর্জনা ফেলবো? বাসাবাড়ির মালিক যদি আবর্জনা ফেলার জায়গা করে দেন অথবা আবর্জনা দূরে ফেলার জন্য লোক রাখেন তবে আমরা তার বেতন দেব।

মেডিকেল অফিসার আরও বলেন একটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে বহির্বিভাগে সেবা প্রদান করা হয় দুপুর ১ঘটিকা পর্যন্ত। এরপর আর সেবা দেওয়া সম্ভব হয় না। কিন্তু লোকজন চায় আরও বেশি সময় ধরে সেবা পেতে। কিন্তু আমাদের এরচেয়ে বেশি সময় সেবা দেওয়ার সুযোগ নেই। এখানটায় যদি রোগী চব্বিশ ঘণ্টা সেবা পেতে চায় তবে একটি পল্লী স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হলে আমরা চব্বিশ ঘণ্টা সেবা দিতে পারব। এখানে যে পরিমাণ জায়গা আছে তাতে একটি পল্লী স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা সম্ভব। কারণ একটি পল্লী স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে এক একর জমির দরকার পড়ে। কিন্তু এখানে এক একরেরও উপরে জমি আছে। এব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চান। তিনি বলেন কর্তৃপক্ষ যদি নজর দেন তবে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রটি পল্লী স্বাস্থ্য কেন্দ্র হওয়া সময়ের ব্যাপার মাত্র। আর আবর্জনার দিকে যদি নজর দেন তবে বায়ু দুষণ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে স্বাস্থ্য কেন্দ্রটি।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2RzhBxv

February 04, 2019 at 11:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top