শালকুমারহাট, ৭ ফেব্রুয়ারিঃ জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব ও পশ্চিম বিভাগকে নিয়ে বৃহস্পতিবার থেকে আলিপুরদুয়ার জেলার শালকুমারহাটে দুদিন ব্যাপী শুরু হল বনবান্ধব উৎসব। এদিন অনুষ্ঠানের উদবোধন করেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে বন ও বন্যপ্রাণী বাঁচাতে বন লাগোয়া গ্রামবাসীদের সাথে বন দপ্তরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেই এই অনুষ্ঠানের আয়োজন।’ এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে বন ও বন্যপ্রাণী রক্ষার্থে বিশেষ কৃতিত্বের জন্য মাদারিহাটের রেঞ্জার খগেশ্বর কার্জি, জলদাপাড়া পূর্ব রেঞ্জার মুকেশ সরকার, লংকাপাড়ার রেঞ্জার বিশ্বজিত বিসুই, কোদালবস্তির রেঞ্জার ধীরাজ কামিরের হাতে শংসাপত্র ও ট্রফি দেওয়া হয়। পুরস্কৃত করা হয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের তিনজন বিট অফিসার ও একজন বনরক্ষীকেও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান মুখ্য ও প্রধান বনবল নরেন্দ্র কুমার পান্ডে, মুখ্য বনপাল(সাধারণ) রবিকান্ত সিনহা, জেলা পরিষদের সভাধিপতি শীলাদাস সরকার, বন ও ভূমি সংস্কারের কর্মাধক্ষ্য গনেশ মাহালি, পুলিশ সুপার সুনীল কুমার যাদব সহ ডিএফও, রেঞ্জার ও বিট অফিসাররা।
সংবাদদাতাঃ সুভাষ বর্মন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SCrejy
February 07, 2019 at 08:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন