পাকিস্তানকে আর জল সরবরাহ করবে না ভারতঃ নীতিন গড়কড়ি

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারিঃ পুলওয়ামা হামলার পর এবার পাকিস্তানকে ভারতের উদ্বৃত্ত জল দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারত সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী নীতিন গড়কড়ি টুইটারে এই সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী আরও জানান, যে নদীগুলি থেকে পাকিস্তানকে জল সরবরাহ করা হয়, তাদের গতির দিক পরিবর্তন করা হবে যাতে পঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মানুষ সেই জল ব্যবহার করতে পারবেন।

প্রসঙ্গত, পুলওয়ামা কাণ্ডের পর পাকিস্তানকে দেওয়া ‘মোস্ট ফেবারড নেশন’ তকমা প্রত্যাহার করে নিয়েছে মোদি সরকার। পাশাপাশি, পাকিস্তান থেকে আমদানি করা পণ্যের উপর ২০০ শতাংশ বহিঃশুল্ক চাপানো হয়েছে। এবার ভারতের উদ্বৃত্ত জল পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করতে চলেছে ভারত।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BN0P9j

February 22, 2019 at 12:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top