সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই

কলকাতা, ৪ ফেব্রুয়ারিঃ পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, ডিজিপি ও কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করতে চলেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, কলকাতা পুলিশের আরও বেশ কয়েকজন আধিকারিকের নাম পাঠানো হয়েছে সিবিআই-এর কাছে। কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই আধিকারিকদের বিরুদ্ধেও সিবিআই আইনি ব্যবস্থা নিতে চলছে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা ও হেনস্থার অভিযোগ করে রবিবার রাতেই সিবিআইয়ের অন্তর্বর্তী প্রধান এম নাগেশ্বর রাও জানিয়েছিলেন, আজ সোমবার এ ব্যাপারে সুপ্রিম কোর্টে যাবেন তাঁরা। পাশাপাশি, কলকাতা পুলিশের বিরুদ্ধে রাজ্যপালের কাছেও অভিযোগ জানাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। অন্যদিকে, প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার তথা কলকাতা পুলিশও। সম্ভবত রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ তথা আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি।

প্রসঙ্গত, আজ সিবিআই ডিরেক্টর পদের দায়িত্ব নিয়ে আগামীকালের মধ্যেই কলকাতায় আসছেন নতুন সিবিআই ডিরেক্টর ঋষি শুক্লা। মনোবল বাড়াতে নিজাম প্যালেস ও সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআই-এর রাজ্য অফিসারদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Bf44py

February 04, 2019 at 12:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top