শ্রীনগর, ১৭ ফেব্রুয়ারিঃ পুলওয়ামায় জঙ্গি হামলার অন্যতম মূল চক্রী জইশ কমান্ডার আবদুল রশিদ গাজি এখনও কাশ্মীরেই কোথাও লুকিয়ে রয়েছে বলে রিপোর্ট দিলেন গোয়েন্দারা। জইশের প্রধান মৌলানা মাসুদ আজহারের ঘনিষ্ঠ আফগানিস্তান ফেরত গাজি গত ডিসেম্বরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান থেকে কাশ্মীরে ঢোকে। এই গাজিই আদিলকে প্রশিক্ষণ ও মগজধোলাই দিয়ে আত্মঘাতী হামলার জন্য তৈরি করেছিল বলে অনুমান গোয়েন্দাদের। তাই রশিদ গাজি পাকিস্তানেই থাকার খবর পাওয়ার পরেই তাকে ধরতে লেগেছে নিরাপত্তা বাহিনী। পুলওয়ামা, সোপিয়ান-সহ দক্ষিণ কাশ্মীরের একাধিক জায়গায় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা এজেন্সিগুলোর চিরুনি তল্লাশি চলছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই সব জায়গায়। জইশ ছাড়াও আই এসের হয়েও কাজ করে গাজি। পাক অধিকৃত কাশ্মীরে সে একাধিক প্রশিক্ষণ শিবিরের মাথা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2V35IC9
February 17, 2019 at 09:55AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন