লেবানন থেকে বাবু সাহাঃ লেবাননের আধুনিছ এলাকায় বৃহষ্পতিবার সকালে কল্পনা আক্তার(৩৭) নামে এক বাংলাদেশি নারী গৃহকর্মী নিজ বাসায় মারা গিয়েছে।
জানা গেছে, বিগত কয়েক সপ্তাহ ধরে সে পেটের সমস্যায় ভুগছিল।আর্থিক অনটনের কারনে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে সে মারা গেছে বলে তার নিকটতম প্রবাসীরা ধারনা করছেন।পরে পুলিশ এসে তার লাশ নিয়ে যা্য়।বর্তমানে মৃতদেহ স্থানীয় হাসপাতালের মর্গে আছে।
কল্পনা আক্তারের বাড়ী বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায়।তার বাবার নাম রজব আলী। পরিবারে তার তিনজন সন্তান রয়েছে।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2thhJrD
February 09, 2019 at 02:31AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.