মুম্বাই, ২৮ ফেব্রুয়ারি- পাকিস্তানে আটক ভারতীয় পাইলট বিষয়ে যা বললেন বলিউড তারকারা টানা দুদিন হামলা-পাল্টা হামলার পর কাশ্মীরের আকাশসীমা এখন শান্ত। তবে পরিস্থিতি এখনও আগের মতোই থমথমে ও আতঙ্কের বেড়াজালেই রয়েছে। আজাদ কাশ্মীর ও জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায় একই রকম পরিস্থিতি। নিয়ন্ত্রণরেখার দুপাশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কড়া প্রহরায় ভারত-পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। আপাতত পাক-ভারত দ্বন্দ্বের মোড় অন্যদিকে। পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করায় দুই ভারতীয় বিমান ভূপাতিত করার পর ভারতীয় বিমান বাহিনীর অভিনন্দন নামে এক পাইলটকে আটক করে পাক সেনারা। বর্তমানে তিনি পাকিস্তান সেনাবাহিনীর হেফাজতে আছেন। বুধবার আটক হওয়া অভিনন্দনকে আটকের আদ্যোপান্ত তুলে ধরেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন। এদিকে ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার ভি অভিনন্দন পাকিস্তানে আটক হওয়ার খবর ভারত সরকারও স্বীকার করেছে। পাকিস্তানে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে ফিরিয়ে আনতে তৎপর দিল্লি প্রশাসন। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে তিন বাহিনীপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইসলামাবাদের প্রতি দ্রুত পাইলটকে মুক্তির আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। বর্তমানে দুই দেশের মধ্যে সংকটের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ভারতীয় বিমানবাহিনীর এই পাইলট। ভারতীয় সরকারের পাশাপাশি বলি তারকারাও অভিনন্দনের মুক্তির জন্য পাকিস্তান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। অভিনন্দনের নিরাপদে ফেরা নিয়ে প্রার্থনা করছেন তারা। টুইটারে এ বিষয়ে অনেক বলিউড অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা তাদের সেই অভিব্যক্তি প্রকাশ করেছেন। এ বিষয়ে টুইট করেছেন বলি অভিনেতা অর্জুন কাপুর, স্বরা ভাস্কর, ইমরান হাশমি, অনুপম খের, সুস্মিতা সেন, অর্জুন রামপাল, তাপসী পান্নু, হুমা কোরেশি, রেনুকা শাহানে, করণ জোহর আর মাধবন, বিশাল দাদলানি, নিমরাত কৌর ও রণবীর সিং। তারা সকলেই ভারতীয় পাইলট অভিনন্দনকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনতে চান। বাঙালি অভিনেত্রী সুস্মিতা সেন লিখেছেন, বিমানবাহিনীর উইং কমান্ডার ভি অভিনন্দনের নিরাপদ ফেরতের জন্য আমরা সবাই প্রার্থনা করছি। ঈশ্বর মঙ্গল করুন। রণবীর সিং লিখেছেন, সাহসী উইং কমান্ডার অভিনন্দন। ভারত তোমার সঙ্গে রয়েছে। অভিনন্দনের জন্য ভারতবাসী গর্বিত জানিয়ে জনপ্রিয় বলি পরিচালক করণ জোহর লিখেছেন, উইং কমান্ডার অভিনন্দন ও তার পরিবার ধৈর্য্য ধারণ করুন। পুরো ভারত তার পাশে রয়েছে। গুন্ডে তারকা অর্জুন কাপুর লিখেছেন, উইং কমান্ডার অভিনন্দনের জন্য প্রার্থনা রইল। আশা করি খুব দ্রুত নিজ দেশে ফিরবেন তিনি এ বিষয়ে দুই দেশের সরকারকেই দুষলেন ভারতীয় সংগীতশিল্পী বিশাল দাদলানি। তিনি লিখেছেন, উত্তেজনা প্রশমন করে সঠিক সিদ্ধান্ত নিন। আশা করি দুই সরকার নাচানাচি বন্ধ করে অভিনন্দনের ব্যাপারে ভালো সিদ্ধান্তটি নেবেন। অভিনেতা মাধবন লিখেছেন, আমাদের বিমানবাহিনীর সাহসী পাইলট অভির নিরাপদে ফেরতের প্রার্থনা করছি। ঈশ্বর তাকে রক্ষা করুন। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এলাকায় বালাকোটের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় বিমানবাহিনীর বোমাবর্ষণ করার ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছিলেন বলি তারকারা। অমিতাভ বচ্চন, অভিষেক, সোনি রাজদান, সালমান খান, ভিকি কৌশল, সোনম কাপুর, প্রীতি জিন্তা, ইয়ামি গৌতম থেকে শুরু করে অনেক বলি তারকা টুইট করে ভারতীয় বিমানবাহিনীকে স্যালুট জানিয়েছিলেন। কাশ্মীর বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানিদের সমালোচকদের উটপাখির সঙ্গে তুলনা করেছেন ভারতে বসবাসবারী পাকিস্তানী গায়ক আদনান সামি। এমএ/ ০৫:২২/ ২৮ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IDyHLl
February 28, 2019 at 11:29PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.