বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য সদ্য সম্পন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে বিপুল পরিমাণ ভোট দিয়ে দেশবাসী আওয়ামী লীগের প্রার্থীদেরকে বিজয়ী করেছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলেই গ্রামকে শহরে রুপান্তরিত করবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। আর উন্নয়নের চলমান এ প্রক্রিয়ায় বিশ্বনাথ উপজেলাকে আরো বেশি করে আলোকিত করতে ‘৫ম উপজেলা পরিষদ নির্বাচনে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী এস এম নুনু মিয়াকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার কোন বিকল্প নাই।
তিনি শনিবার বিকেলে ‘৫ম উপজেলা পরিষদ নির্বাচন’কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকার মাঝি এস এম নুনু মিয়ার সমর্থনে উপজেলার রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেন, নৌকার বিজয়ে যেমন দেশবাসী পান নিজেদের প্রাপ্য অধিকার, তেমনি পান নিরাপত্তা ও উন্নয়ন। নৌকার বিজয়ে যেমন দেশ হয় জঙ্গি-সন্ত্রাসবাদ ও মাদক মুক্ত, তেমনি জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে চলা বাংলাদেশের প্রশংসা করেন বিশ্ব নেতারা। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজির মিয়া ও উপজেলা ছাত্রলীগ নেতা কাওছার আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, ধর্ম বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন মাস্টার, কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম রিয়াজ, এমদাদুল হক, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জুলিয়া বেগম, যুবলীগ নেতা অ্যাডভোকেট সায়েদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়।
বক্তব্য রাখেন রামাপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাদ নূর মাস্টার, যুবলীগ নেতা শওকত আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহফুজুর রহমান দুলু, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরব শাহ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি এমরান আহমদ রিয়াদ ও স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মোহন মিয়া।
কর্মীসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, শ্রম বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য ফজর আলী মেম্বার, উপদেষ্টা মন্ডলীর সদস্য শের আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার জামাল আহমদ, বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনু মিয়া, আওয়ামী লীগ নেতা জিতু মিয়া, জয়নাল আবেদীন কুদ্দুছ মেম্বার, ময়না মিয়া, বশির উদ্দিন, দুদু মিয়া, বাহরাম উদ্দিন, সিরাজ মিয়া, হাজী মকদ্দুছ আলী, আবদুল গফুর, রফিজ আলী, হাজী ঈর্শ্বাদ আলী, সাইফুল ইসলাম গেদা, ইয়াসিন আলী, আশ্রব আলী, বশির মিয়া, শওকত মিয়া, সেবুল মিয়া, জামাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আকবর আলী, কৃষক লীগ নেতা জামাল মিয়া, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি আমিনুল ইসলাম, যুবলীগ নেতা দবির মিয়া, লিটন মিয়া, বকুল আহমদ, নূরুল আহমদ, জুবেল আহমদ, আসাদ আহমদ, গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম মিয়া, রফিক মিয়া, সিজিল মিয়া, নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা শরিফ উদ্দিন সৌরভ, দুদু মিয়া, শিপন আহমদ, ইমন আহমদ, জেলা ধ্রুবতারা ফাউন্ডেশনের সভাপতি আবদুল বাতিন প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2E5Rqdg
February 24, 2019 at 12:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন