মানবপুতুল দেখে ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘিনী, সন্দেহ এটাই মানুষখেকো

মাদারিহাট, ৩ ফেব্রুয়ারিঃ খাঁচায় মানব পুতুলের টোপ দিতেই হানা দিল সে। পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘটি যেভাবে পুতুলটার উপর ঝাঁপিয়ে পড়ে সেটাকে ছিন্নভিন্ন করে দিয়েছে তাতে বনকর্তাদের অনেকেরই ধারণা, মানুষখেকো চিতাবাঘিনী শেষ পর্যন্ত ধরা পড়েছে। সরকারিভাবে জলদাপাড়ার বিভাগীয় বনাধিকারিক কুমার বিমল বলছেন, ধরা পড়া চিতাবাঘিনীর হাবভাবে তাঁরা এখনই ৫০ শতাংশ নিশ্চিত, এটাই সেই মানুষখেকো। তবে, পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। মাসখানেকের মধ্যেই বোঝা যাবে, এটাই সেই মানুষখেকো কিনা। জলদাপাড়া ও খয়েরবাড়ির আশপাশের গ্রাম ও চা বাগানের বাসিন্দারা তো বটেই, বনকর্তাদেরও কেউ কেউ আশঙ্কা করছেন, একটা নয়, একাধিক চিতাবাঘ মানুষের রক্তের স্বাদ পেয়ে গিয়েছে। তবে, রবিবার ভোরে গ্যারগান্ডা চা বাগানের ২৪ নম্বর সেকশনে ধরা পড়া স্ত্রী চিতাবাঘ যে তাদের একটা, এটা জোর গলায় বলছেন চা বলয়ের বাসিন্দারা।

ছবিঃ মানবপুতুলকে ছিন্নভিন্ন করে দিল স্ত্রী চিতাবাঘ।

তথ্য ও ছবি- নীহাররঞ্জন ঘোষ

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2t0bHf3

February 03, 2019 at 01:00PM
03 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top