ঢাকা, ০৯ ফেব্রুয়ারি- আগামী ১ বছরের জন্য চলচ্চিত্র সেন্সর বোডের কমিটি পুনর্গঠন করে একটি প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়। যেখানে তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে বোর্ডের বাকি সদস্যদের নাম ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন বিশিষ্ট সংগীত পরিচালক শেখ সাদি খান, চলচ্চিত্র ও নাট্য ব্যক্তিত্ব ম. হামিদ, সাংবাদিক নেতা শাবান মাহমুদ, চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ, চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি ও প্রযোজক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস, চলচ্চিত্র অভিনেতা রানা হামিদ, ড্যানি সিডাক। এছাড়া সদস্য হিসেবে কমিটিতে আরও আছেন আইন ও বিচার বিভাগের সচিব, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র), প্রধানমন্ত্রীর প্রেস সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। এমএ/ ১০:২২/ ০৯ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2I3p2Ob
February 10, 2019 at 04:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top