কলকাতা, ১৭ ফেব্রুয়ারি- গত এক মাস ধরে বিভিন্ন উড়ো ফোনে জেরবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন৷ ফোন করে কখনও বলা হচ্ছে খুন করা হবে তাঁকে৷ আবার কখনও বলা হচ্ছে বাড়ির সামনে বিস্ফোরক রেখে দেওয়া হবে৷ ইদানিং নাকি তাঁর মেয়েকে অপহরণের কথাও বলা হচ্ছিল সাংসদকে ফোন করে৷ তাই প্রাণনাশের আশঙ্কায় শনিবার রাতেই সিঁথি থানায় অভিযোগ জানান শান্তনুবাবু৷ সম্প্রতি নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় এমনিতেই রাজ্যের সমস্ত বিধায়ক, সাংসদরা ভীত৷ সামনেই লোকসভা ভোট৷ আর ভোটের বাজারে রাজনৈতিক হানাহানি নতুন ব্যপার নয়৷ তাই কি ভয় পেলেন সাংসদ? যদিও শান্তনুবাবুর দাবি, আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজনীতি করা লোক৷ আর আমি যেখান থেকে রাজনীতিটা শুরু করি সেটা সিপিআমের দূর্গ৷ তাই সিপিএমের রক্তচক্ষুকে উপেক্ষা করে যখন এগিয়ে গিয়েছি তখন এসব উড়ো, হুমকি ফোনে আমার তেমন কিছু যায় আসে না৷ এটা একটা নিয়মরক্ষা৷ উড়ো ফোন আসছিল প্রায় মাস খানেক ধরে৷ আমার পরিচিতরা বললেন লোকাল থানায় জানিয়ে রাখতে৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সিঁথি থানার পুলিশ৷ তবে শান্তনুবাবুর দাবি, এটা রাজনৈতিক ষড়যন্ত্রও হতে পারে৷ কারণ যে যে নম্বর থেকে ফোন এসেছে তাঁর অধিকাংশই অব্যবহৃত৷ আবার কয়েকটি অজানা নম্বর থেকেও ফোন আসে৷ তাই সেই নম্বরগুলি থানায় দেওয়া সম্ভব হয়নি৷ শান্তনু সেনের ঘনিষ্ঠ মহলের কথায়, তাঁর অতিরিক্ত সিকিউরিটি নেওয়া উচিত৷ যদিও সে বিষয়ে এখনই কোনও পদক্ষেপ করতে নারাজ সাংসদ৷ তাঁর কথায়, পুলিশ তদন্ত করছে৷ দেখা যাক না কি হয়৷ তারপর ভেবে দেখা যাবে৷ যদিও নদিয়ায় বিধায়ক খুনের ঘটনায় এমনিতেই রাজনৈতিক ব্যক্তিত্বদের সিকিউরিটি বাড়ানোর দিকে জোর দিয়েছে প্রশাসন৷ সব বিধায়কদের এতদিন একজন করে সিকিউরিটি গার্ডও ছিল৷ এখন তা দুজন করা হয়েছে৷ এবং সিকিউরিটির নিয়মাবলীর ও পরিবর্তন হয়েছে৷ যখন-তখন ছুটি নিতে পারবে না নিরাপত্তারক্ষীরা বলেও জানানো হয়েছে৷ ছুটি নিতে গেলে আগে থেকে স্থানীয় থানায় লিখিত ভাবে জানাতে হবে৷
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Edoy47
February 17, 2019 at 11:58PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.