উপাধি হিসেবে ব্যবহার করা যাবে না ভারতরত্ন বা পদ্ম পুরস্কার

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারিঃ ভারতরত্ন বা পদ্ম পুরস্কার কোনো খেতাব বা উপাধি নয়। নামের আগে বা পরে এটি ব্যবহার করা যায় না। মঙ্গলবার এ কথা সাফ জানিয়ে দিল কেন্দ্র। আরও জানানো হয়েছে, এই পুরস্কারের অপব্যবহারের ঘটনা ঘটলে তা প্রাপকের থেকে কেড়ে নেওয়াও হতে পারে বলে।

লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হংসরাজ জি অহির জানিয়েছেন, সংবিধানের ১৮(১) ধারায় খেতাব বা উপাধির যে সংজ্ঞা আছে ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রীর মতো জাতীয় পুরস্কার তার মধ্যে পড়ে না। ফলে এই পুরস্কার প্রাপকদের নামের আগে বা পরে এই পুরস্কারের কথা উল্লেখ করা যায় না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RT9U5z

February 12, 2019 at 11:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top