মুম্বাই, ১৭ ফেব্রুয়ারি- পুলওয়ামা কাণ্ডে সারা দেশ শোকস্তব্ধ। উপত্যকায় ৪৯ জন শহিদ জওয়ানের মৃত্যুর জবাব দিতে অপেক্ষায় দেশের মানুষ। এবার শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ালেন অভিনেতা সলমন খান। বিজেপি নেতা কিরেন রিজ্জু টুইট করে জানিয়েছেন, সলমন তাঁর সংস্থা বিইং হিউম্যান-এর মাধ্যমে শহিদ জওয়ানদের সাহায্য করছেন। টুইট-টিতে তিনি লেখেন, বিইং হিউম্যান ফাউন্ডেশন-এর মাধ্যমে পুলওয়ামা কাণ্ডে শহিদদের পাশে দাঁড়ানোর জন্য সলমন খানকে ধন্যবাদ। সেনাদের পরিবারের কাছে চেক পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন কিরেন। তবে শুধু সলমন না। উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক ছবির টিম ও আরএসভিবিপি শহিদ সেনার পরিবারের তহবিলে ১ কোটি টাকা দিয়ে সাহায্য করেছে বলেও জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে। সলমন খান ছাড়াও অমিতাভ বচ্চন, প্রিয়ঙ্কা চোপড়া, আমির খান, অক্ষয় কুমার ও জাভেদ আখতারও শহিদ সেনাদের পাশে এসে দাঁড়িয়েছেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2NcyT2M
February 18, 2019 at 05:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top