ঢাকা, ১০ ফেব্রুয়ারি- একাদশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনের মনোনয়নের দৌড়ে ছিলেন শমী কায়সার। অনেকে ধরেই নিয়েছিল, এবার শমী কায়সার মনোনয়ন পাবেন। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের কন্যা শমী কায়সার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের হয়ে কাজ করে যাচ্ছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী থেকে তিনি মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন পাননি। নির্বাচনের সময় তিনি প্রচুর কাজ করেছেন। আওয়ামী লীগের হয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন। তার মা পান্না কায়সারও নারী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ধারণা করা হয়েছিল, তিনি এবার মনোনয়ন পাবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাকে বাদ দিয়ে সুবর্ণা মুস্তাফাকে মনোনয়ন দেয়ায় বিস্ময় প্রকাশ করেছেন। আওয়ামী লীগের দুএকজন বিষয়টি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কানেও তুলেছেন বলে আওয়ামী লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে। এসময় প্রধানমন্ত্রী বলেছেন, শমীর তো এখনও সময় আছে। ও তো কাজ করছে। এখান থেকে বোঝা যায় যে, প্রধানমন্ত্রী তার নিজস্ব বিবেচনাবোধ, মান অভিমান কিংবা অন্য কোন ব্যাপার না, শুধুমাত্র কৌশলগত কারণেই শমী কায়সার এবার মনোনয়ন পেলেন না। এমএ/ ০৮:২২/ ১০ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2DreVgm
February 11, 2019 at 02:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top