সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে যাচ্ছেন। বিষয়টি নিয়ে গত বছরের অক্টোবর থেকেই এ খবর শোনা যাচ্ছিল। জানা গেছে, এ জন্য ৩৮০ কোটি পাউন্ড খরচ করতে প্রস্তুত তিনি। খবর দিয়েছে দ্য সান। তবে বর্তমান মালিক যুক্তরাষ্ট্রের গ্লাজার পরিবার রাজি হলে আগামী মৌসুমেই ক্লাবটির নতুন মালিক হতে পারেন বিন সালমান। গ্লাজার পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তারা ফুটবল ক্লাবটি বিক্রি না করার পক্ষে। কিন্তু সৌদি যুবরাজ যে দাম হাঁকিয়েছেন, তাতে গ্লাজার পরিবার বিক্রিতে প্রলুব্ধও হতে পারে। যুবরাজের হাঁকানো দামে বিক্রি করলে তাদের লাভ হবে ২২০ কোটি পাউন্ড। মাত্র ৭৯ কোটি পাউন্ডে ক্লাবটি কিনেছিলেন তারা। তবে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে নৃশংসভাবে হত্যার সঙ্গে রাজপরিবার বিশেষ করে সালমানের নাম জড়িয়ে পড়ার পর ক্লাব কেনার খবর ঢাকা পড়ে যায়। মূলত ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা জন্যের ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা নেয়ার আগ্রহের কারণ সৌদি যুবরাজের। ম্যানচেস্টার সিটির মালিক আরবের আরেক রাজপরিবারের সদস্য শেখ মানসুর। সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী তিনি। এমএ/ ০৪:২২/ ১৮ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2SdAUNq
February 18, 2019 at 11:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top