পুনে, ২৩ ফেব্রুয়ারিঃ পুনেতে আক্রান্ত হলেন এক কাশ্মীরি সাংবাদিক। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ বাইকে করে অফিস থেকে বাড়ি ফিরছিলেন পুনের একটি সংবাদপত্রের কর্মী জীবরান নাজির। তিলক রোডের ট্র্যাফিক সিগন্যালে তিনি দাঁড়িয়ে পড়লে পেছনে অন্য একটি বাইক এসে ক্রমাগত হর্ন বাজাতে থাকে। এই নিয়ে নাজিরের সঙ্গে দুই ব্যক্তির কথা কাটাকাটি শুরু হয়। নাজিরকে মারধরও করা হয় বলে অভিযোগ। জীবরান নাজিরের কাশ্মীরি পরিচয় জানতে পেরে তাঁকে সেখানেই ফিরে যেতে বলে পেছনের বাইকের দুই ব্যক্তি। তারা নাজিরের মোবাইল ফোন কেড়ে নেয়, তাঁর বাইকেরও ক্ষতি করে।
নাজিরের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্ত আজহারউদ্দিন শেখ এবং দত্তাত্রেয় লাভাতেকে গ্রেফতার করে। যদিও নাজির পরে অভিযোগ তুলে নেন। অভিযুক্ত দুই ব্যক্তিই নাজিরের কাছে ক্ষমা চেয়ে নেয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BP4tzr
February 23, 2019 at 07:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন