মুম্বাই, ১৪ ফেব্রুয়ারি- তিনি বলিউডের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু, বলিউডকে পাশে পাননি। সম্প্রতি কঙ্গনা রানাওয়াতের এই অভিযোগই তাঁকে শিরোনামে এনে দিয়েছে। তবে কঙ্গনার এই অভিযোগটা মানতে নারাজ পরিচালক জ়োয়া আখতার। তাঁর কথায়, কঙ্গনার অভিযোগটা ঠিক কী, বুঝতে পারছেন না জ়োয়া। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জ়োয়া বলেন, অবশ্যই মানুষ ওর কাজের প্রশংসা করে। কিন্তু, আমি এটা বুঝতে পারছি না যে ওর অভিযোগটা ঠিক কী! মনিকর্নিকা-দা কুইন অফ ঝাঁসি নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল। সেই আঁচ পড়েছে বলিউডের গায়েও। কারণ, কঙ্গনা রানাওয়াত সরাসরি আলিয়া ভাট ও আমির খানের উপর অভিযোগ এনেছিলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০১৪ সালে (কুইন-এর সাফল্যের পর) আমার মনে হয় না কেউ আমার প্রশংসা করেছেন। সবাই ফ্যান্টম প্রযোজনা হাউসের প্রশংসা করেছেন, বিকাশ বহল ও অনুরাগের কাশ্যপের প্রশংসা করেছেন। ওঁদের অনেক বন্ধুবান্ধব আছে। তাঁরাই স্ক্রিনিংয়ের পর স্ক্রিনিং ভরিয়ে দিয়েছে। আমায় পুরোপুরি অবহেলা করা হয়েছে। আমায় শুট বাতিল করে ওঁদের সময় দিতে হয়েছে। ওঁরা নির্বিচারে আমায় সময় নষ্ট করেছে। কঙ্গনা আরও বলেছিলেন, রাজ়ি-র সময়ে আলিয়া আমায় ট্রেলার পাঠিয়ে ছবিটা দেখতে বলেছিল বারবার। আমি একবারও ভাবিনি এটা কার ছবি। আমি শুধু ভেবেছিলাম এটা সেহমত খানের জীবন নিয়ে তৈরি একটা ছবি, এই দেশের জন্য যিনি তাঁর প্রাণ উৎসর্গ করেছেন। আমিরও আমায় দঙ্গল আর সিক্রেট সুপারস্টার-এর সময়ে ডেকেছিল। আমি আম্বানির বাড়ি অবধি গেছি। তবে আমার ছবির বেলায় ওঁরা সবাই চুপ হয়ে গেল। তবে সব বিতর্ক এড়িয়ে কঙ্গনা রানাওয়াতের ছবি মনিকর্নিকা কিন্তু বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে। ছবি ১০০ কোটির ক্লাবেও এন্ট্রি নিয়ে নিয়েছে। কঙ্গনার আগামী ছবি মেন্টাল হ্যায় ক্যায়। বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Gp7PwL
February 14, 2019 at 04:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top