নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারিঃ প্রত্যাঘাত করল ভারত। মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করে ভারতীয় বায়ুসেনা বোমায় নিশ্চিহ্ন করে দিল জয়েশ-ই –মহম্মদের শিবির। লেসার নিয়ন্ত্রিত হাজার কিলোগ্রামের বোমায় ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানে থাকা ওই জঙ্গি শিবির। ভারতীয় বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে, অপারেশন পুরোপুরি সফল। বায়ুসেনার মিরাজ-২০০০ নিয়ে আক্রমণ চালানো হয় জঙ্গি শিবিরে। তবে তার বিস্তারিত বিবরণ এখনও জানা যায়নি।প্রসঙ্গত পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে হামলা চালানোর দায় স্বীকার করেছিল জয়েশ। মাসুদ আজহার আত্মঘাতী জঙ্গিদের ছবি পোস্ট করে জানিয়েছিল, এক বছর আগে তারা জঙ্গি শিবিরে যোগ দিয়েছিল। জয়েশ-এর এই চ্যালেঞ্জ-এর এদিন যোগ্য জবাব দিল ভারতীয় বায়ুসেনা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ICLZrK
February 26, 2019 at 10:24AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন