দুর্ঘটনায় আহত মুখ্যমন্ত্রীর ভাই

পানাজি, ১০ ফেব্রুয়ারিঃ গোয়ায় গাড়ি দুর্ঘটনায় জখম হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তথা মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব বাবুন বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। শনিবার গোয়ায় ছিল মোহনবাগান বনাম চার্চিল ব্রাদার্সের ম্যাচ। টিমের সঙ্গেই সেখানে গিয়েছিলেন ফুটবল সচিব। নিজের হোটেল থেকে টিম হোটেলে আসার পথে বাবুনবাবুর গাড়িতে এসে অন্য একটি গাড়ি ধাক্কা মারে। গাড়ির কাচ ভেঙে গিয়ে গেঁথে যায় মুখ্যমন্ত্রীর ভাইয়ের কপালে। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কাচের টুকরো বের করে তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। রবিবার টিমের সঙ্গেই বাবুনবাবু কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2WPsC1A

February 10, 2019 at 11:59AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top