প্রধানমন্ত্রীর মঞ্চে আমন্ত্রণ তৃণমূল নেতাদেরও

জলপাইগুড়ি, ৮ ফেব্রুয়ারিঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ময়নাগুড়ির সভায় তৃণমূলের এক ঝাঁক সাংসদ, বিধায়ককে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ঘটনায় তৃণমূলে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূলের সাংসদ ও বিধায়কদের অনুমতি ছাড়াই সংবাদপত্রে এই তাঁদের নাম ছাপানোয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সাংসদ,বিধায়কেরা। এমনকি জাতীয় সড়ক কর্তপক্ষের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন জলপাইগুড়ির তৃণমূল সাংসদ বিজয়চন্দ্র বর্মন।

চূড়াভাণ্ডারে প্রধানমন্ত্রী দুটি মঞ্চ থেকে ভাষণ দেবেন। সেখানে উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ সরকারি প্রকল্পের ঘোষণা করা হবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বানানো মঞ্চ থেকে। সেই মঞ্চে উপস্থিত থাকার জন্য দার্জিলিংয়ের সাংসদ এসএস আলুওয়ালিয়া ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে জলপাইগুড়ির সাংসদ বিজয়চন্দ্র বর্মন, কোচবিহারের সাংসদ পার্থপ্রতিম রায়, আলিপুরদুয়ারের সাংসদ দশরথ তির্কি, আলিপুরদুয়ারের বিধায়ক তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল  সভাপতি সৌরভ চক্রবর্তী, ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারি, কোচবিহারেএ ফরওয়ার্ড ব্লক বিধায়ক নগেন্দ্রনাথ রায়কেও।

ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে প্রধানমন্ত্রী ১০ মিনিটের সরকারি অনুষ্ঠান করার পাশাপাশি দলীয় জনসভাও করবেন। সেখানে তৃণমূলের জনপ্রতিনিধিরা কেন যাবেন, এই প্রশ্ন তুলেছেন জলপাইগুড়ির সাংসদ বিজয়চন্দ্র বর্মন।

ছবি : জলপাইগুড়ির সাংসদ বিজয়চন্দ্র বর্মন।

ছবি ও তথ্য- পূর্ণেন্দু সরকার

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Sy61Ye

February 08, 2019 at 12:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top