নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারিঃ অতি বিষণ্ণ কয়েকটি মুহূর্তের মাঝেই যাত্রা শুরু করল ভারতের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। বৃহস্পতিবার দেশের সেনার ওপর সবথেকে বড় জঙ্গিহানা ঘটে যাওয়ার পরদিনই এই ট্রেনটির উদ্বোধন করা হল পূর্বনির্ধারিত সূচি মেনেই। দিল্লি থেকে শুক্রবার প্রধানমন্ত্রী এই ট্রেনটির উদ্বোধন করেন। রেলমন্ত্রী পীযুষ গোয়েল বলেন, যেভাবে মুম্বই ওদের জবাব দিয়েছিল, যেভাবে গোটা ভারত ওদের বহুবার জবাব দিয়েছে, সেই ভাবেই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনালগ্নটিকেও ওদের প্রতি দেশবাসীর জবাব হিসেবেই ধরা হোক। তিনি আরও বলেন, জঙ্গিদের এর থেকে সমুচিত জবাব দেওয়া আর কিছু হতে পারে না। আমাদের সেনা, আমাদের দেশের নাগরিক কেউই ওদের কাছে মাথা নত করবে না।
কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি টুইট করে বলেন, যারা এই অপরাধ ঘটাল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এমন শাস্তি, যা ওরা কখনও ভুলতে পারবে না।
১৭ ফেব্রুয়ারি দিল্লি থেকে বারাণসী প্রথম যাত্রা শুরু হবে এই ট্রেনটির। চেয়ার কারে টিকিটের দাম ১৭৬০ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া হবে ৩৩১০ টাকা। টিকিটের দামের মধ্যেই অন্তর্ভুক্ত খাবারের দাম।
বন্দে ভারত এক্সপ্রেস প্রতি ঘণ্টায় ১৮০ কিমি গতিতে যেতে পারে তবে, গতি সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে এটি প্রতি ঘন্টায় ১৩০ কিলোমিটার গতিতে চলবে। বন্দে ভারত এক্সপ্রেস দিল্লি থেকে সকাল ৬ টায় যাত্রা শুরু করে দুপুর ২ টো নাগাদ বারাণসী পৌঁছবে। ট্রেনটি সম্পূর্ণরূপে শীতাতপ নিয়ন্ত্রিত। মাত্র ৮ ঘন্টায় এর যাত্রা সম্পন্ন হবে। ট্রেনটি থামবে শুধুমাত্র কানপুর ও প্রয়াগরাজ স্টেশনে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Iiz1z8
February 15, 2019 at 05:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন