বিশ্বনাথে নুনু মিয়ার সমর্থনে সদর ইউনিয়ন আ’লীগের যৌথ কর্মীসভা

IMG_20190215_230005বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে দেশবাসী নিজেদের প্রাপ্য অধিকার সঠিকভাবে পাচ্ছেন বলেই বার বার স্বাধীনতার প্রতিক নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করছেন। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রতিক নৌকাকে বিজয়ী করার মাধ্যমে বিশ্বনাথ উপজেলাবাসীকে আরোও ব্যাপক উন্নয়ন উপহার দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে এস এম নুনু মিয়াকে বিজয়ী করার কোন বিকল্প নাই।

তিনি শুক্রবার সন্ধ্যায় ‘৫ম উপজেলা পরিষদ নির্বাচন’কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম নুনু মিয়ার সমর্থনে উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেন, নৌকার বিজয় নিশ্চিত হলে বিজয়ী হবেন মুজিব আদর্শের সকল খাঁটি সৈনিকরা। আর তাতে করে মানুষ সততা ও নিষ্ঠার সাথে পাবেন নিজেদের প্রাপ্য উন্নয়ন। মিথ্যা কোন প্রতিশ্রুতি নয়, নৌকা বিজয়ী হলে কাজের মাধ্যমেই প্রমান হবে ভোট দেওয়ার সার্থকতা।

সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহব্বত আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, শ্রম বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ, কার্যনির্বাহী সদস্য রফিক হাসান মেম্বার, নিজাম উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, উপজেলা শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়।

বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ভাস্কর জ্যোতি দে, শ্রমিক লীগ নেতা বাবুল মিয়া, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনোহর হোসেন মুন্না, যুগ্ম আহবায়ক সুন্দর আলী রুহুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আছাব উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, জাকির হোসেন, আশরাফ উদ্দিন, আছাব আলী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শানুর আহমদ জয়দু।

কর্মীসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য আকবর আলী, ফজর আলী মেম্বার, আওয়ামী লীগ নেতা আবদুল মোমিন, দেলোয়ার হোসেন রুপন, আনহার মিয়া, মুক্তার আলী, আবদুর রুপ, বাবুল দেবনাথ, কবির আহমদ, আপ্তাব আলী, লাল মিয়া, নূরুল ইসলাম, শাহ জামাল, আরশ আলী, ফয়জুল ইসলাম, নজরুল ইসলাম, আবদুল লতিফ, ইয়াসিন আলী, ইমরুজ আলী, সিতাব আলী, আখদ্দুছ আলী, শানুর মিয়া, আবদুস সালাম, নেছার আহমদ মুজিব, তাজ উল্লাহ মেম্বার, আরন আলী, আবদুল হান্নান, রকন মিয়া, সমছু মিয়া, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, যুগ্ম সম্পাদক মারফত আলী, কৃষক লীগ নেতা জামাল মিয়া, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি তাজির আলী, সুন্দর আলী, যুবলীগ নেতা আবদুল হক, শফিক মিয়া, নূরশেদ মিয়া, জাবেদ আহমদ, মৌরশ আলী, রাজু আহমদ খান, নাজমুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহমদ, রফিক মিয়া, সিজিল মিয়া, স্বপন দাশ, নিজাম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, মারুফ আহমদ, ফয়ছল আহমদ, জুয়েল মিয়া, শিপন মিয়া, কয়েছ মিয়া, সুহিন মিয়া, সামী আহমদ প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2GNcs39

February 15, 2019 at 11:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top