লখনৌ, দেরাদুন, ৮ ফেব্রুয়ারিঃ উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিষমদ খেয়ে মৃত্যু হল ৩৮ জনের। এর মধ্যে উত্তরপ্রদেশের সাহারানপুরে ১৬ ও হরিদ্বার জেলায় মৃত্যু হয়েছে ১২ জনের৷ মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের পাশাপাশি চিকিত্সাধীনদের জন্য ৫০ হাজার টাকা সাহায্য ঘোষণা করেছে যোগী সরকার৷
৩ দিন আগেই উত্তরপ্রদেশের কুশীনগরে বিষমদ খেয়ে মৃত্যু হয় ১০ জনের৷ মৌনি অমাবস্যা মেলা চলাকালীন গ্রামের মানুষ বিষমদ খেয়েছিলেন বলে জানা গিয়েছে৷ দুটি রাজ্যেই একই জায়গা থেকে বিষমদ সরবরাহ করা হয়েছিল বলে খবর৷
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2TDJqXr
February 08, 2019 at 06:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন