মানিকচক অগ্নিকাণ্ডে মৃত্যু ৬ জনের, অধরা মূল অভিযুক্ত

মানিকচক, ৫ ফেব্রুয়ারিঃ মালদার মানিকচকের মদন টোলার অগ্নিকাণ্ডে মঙ্গলবার সকালে মৃত্যু হল আরও ২ জনের। এখনো পর্যন্ত মৃত্যু হল দুই পরিবারের মোট ৬ জনের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও তিনজন। শুধুমাত্র চাকরির জন্য প্রাণ হারাতে হলো একই পরিবারের এতজনকে। জানা গিয়েছে, বাবার মৃত্যুর পর তাঁর এনভিএফ পুলিশ কর্মীর চাকরিটি ছোট ভাই গোবিন্দ মন্ডল পান। আর এই সিদ্ধান্তেই ক্ষোভ জমতে থাকে মেজো ভাই মাখন মন্ডলের মনে। তারই ফলস্বরূপ এই হত্যাকান্ড। অভিযোগ রবিবার গভীর রাতে ছোট ভাই গোবিন্দ মন্ডল ও দাদা বিকাশ মন্ডলের বাড়ির ছাদের টালি খুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় মাখন। বাইরে থেকে দরজা বন্ধ থাকায় কেউই ঘরের বাইরে বেরোতে পারেননি। ঘরের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মরতে হয় গোবিন্দ মন্ডলের দুই মেয়ে শুভশ্রী ও দেবশ্রীকে। গতকালই মালদা মেডিক্যাল কলেজে মারা যান গোবিন্দ মন্ডল ও বড় দাদা বিকাশ মণ্ডল। আজ সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে গোবিন্দ মন্ডলের স্ত্রী ও বিকাশ মন্ডলের ছোট মেয়ে গার্গী। বাকি তিনজনের অবস্থাও সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত মাখন মন্ডল পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।

তবে, মাখন মন্ডলের স্ত্রী কাঞ্চন মন্ডলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। আজ  মঙ্গলবার তাকে মালদা জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। কাঞ্চন মন্ডলকে চারদিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে মানিকচক পুলিশ। ঘটনার তদন্ত চলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RFaGTB

February 05, 2019 at 03:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top