ঢাকা, ১৩ ফেব্রুয়ারি- বুধবার বসন্তের প্রথম সন্ধ্যায় কমলা রকেট এর জন্য আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪২৫ এর শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের হাত থেকে হীরালাল সেন পদক গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গত বছর থেকেই আলোচনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি কমলা রকেট। একাধিক আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছে ছবিটি। কিন্ত এই প্রথম দেশীয় কোনো পুরস্কার বাগিয়ে নিলো নূর ইমরান মিঠুর বহুল প্রশংসিত ছবি কমলা রকেট। উৎসবে এ পুরসস্কারের জন্য প্রতিযোগিতায় ছিলো সনাতন গল্প, দেবী, মাটির প্রজার দেশেসহ মোট ছয়টি ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত আমার ভাষার চলচ্চিত্র এর হীরালাল পদক প্রদান অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বিবদ্যালয়ের শিক্ষক সৌমিত্র শেখর, কমলা রকেট এর নির্মাতা নূর ইমরান মিঠু, নির্মাতা আবু শাহেদ ইমনসহ চলচ্চিত্রের গুণী ব্যক্তিবর্গ। এসময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, স্বল্পপরিসরে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন আয়োজনকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে আশা করছি এই চলচ্চিত্র উৎসবের কলেবর বৃদ্ধি পাবে। হীরালাল পদক পাওয়ায় মন্ত্রী ইমপ্রেস টেলিফিল্ম ও কমলা রকেটের সঙ্গে জড়িত সবাইকে অভিনন্দন জানান। পুরস্কার প্রাপ্তির পর মঞ্চে দাঁড়িয়ে ফরিদুর রেজা সাগর বলেন, হীরালাল সেনের নামে পদক প্রাপ্তি নিঃসন্দেহে গুরুত্বের। কমলা রকেট দেশ বিদেশে প্রশংসা পাচ্ছে, এবার এই পদকটি পেল। আমি এই ছবির নির্মাতাসহ যারা যারা এর সাথে ছিলেন তাদের অভিনন্দন জানাই। কমলা রকেট ছবির পরিচালক নূর ইমরান মিঠু বলেন, কমলা রকেট এর সকল প্রাপ্তিতে আমি উচ্ছ্বসিত। এরআগেও ছবিটি শ্রীলঙ্কাসহ ভারত ও অন্যান্য দেশে বেশ প্রসংসিত হয়েছে। পুরস্কৃতও হয়েছে। এসবকিছুর কৃতিত্ব ইমপ্রেস টেলিফিল্মের। কারণ আমার মতো নতুন নির্মাতার উপর তারা ভরসা রেখেছেন। ১০ ফেব্রুয়ারি থেকে টিএসসিতে শুরু হয়েছে আমার ভাষার চলচ্চিত্র উৎসব। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর নিয়ে ১৮ বারের মতো বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ এই উৎসব। যার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বর্ণোজ্জ্বল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্র কে তুলে ধরা হয় সাধারণ দর্শকের দ্বারপ্রান্তে। তারই ধারাবাহিকতায় এই আসরে এবার দেখানো হচ্ছে গেল বছরে মুক্তিপ্রাপ্ত বেশকিছু আলোচিত চলচ্চিত্রসহ কালজয়ী কিছু বাংলা ছবিও। এরমধ্যে অনম বিশ্বাসের দেবী, নূর ইমরান মিঠুর কমলা রকেট, রায়হান রাফীর দহন, আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দির পাঠশালা, বিজন ইমতিয়াজের মাটির প্রজার দেশে ও গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নজাল যেমন আছে তেমনি সদ্য প্রয়াত কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনের কালজয়ী চলচ্চিত্র ভাত দে এবং সাইদুল আনাম টুটুল পরিচালিত প্রশংসিত ছবি আধিয়ার ও আছে। বাংলা চলচ্চিত্রের চার কৃতি নির্মাতা মৃণাল সেনের আকালের সন্ধান, সত্যজিত রায়ের চারুলতা, ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম এবং জহির রায়হানের আনোয়ারাও এই উৎসবের তালিকায়। এছাড়া তালিকায় আছে তানভীর মোকাম্মেলের নদীর নাম মধুমতি, মাসুম আজিজের সনাতন গল্প, প্রসূন রহমানের জন্মভূমি ও কলকাতার প্রদিপ্ত ভট্টাচার্যর বাকিটা ব্যক্তিগত ছবিগুলো।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2TJj32o
February 14, 2019 at 06:47AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন