ঢাকা, ২৮ ফেব্রুয়ারি- গত রাতের ক্রিকেটাঙ্গনের অবস্থা দেখে মনে পড়লো উত্তরবঙ্গের দোয়েল নামে খ্যাত কণ্ঠশিল্পী বেবি নাজনীনের বহুল জনপ্রিয় একটি গানের কথা। কাল সারারাত ছিল স্বপ্নেরও রাত।হ্যাঁ, গতকাল রাত ছিলো বিশ্বের পাঁচ ক্রিকেটারের স্বপ্নের রাত।অবিশ্বাস্য হলেও সত্য, একই রাতে ঘটেছে বিরল এক কাণ্ড।গত রাত যেন ব্যাট হাতে বিশ্বব্যাপী ব্যাটসম্যানরা আপন মনে জ্বলে উঠেছেন।একই রাত বিশ্বের পাঁচ ব্যাটসম্যান পেলেন সেঞ্চুরির দেখা।এক নজরে দেখে নিন পাঁচ ব্যাটারের সেঞ্চুরি।এবং বাঁছাই করুন কোন সেঞ্চুরিটি আপনার দৃষ্টিতে সেরা। গ্লেন ম্যাক্সওয়েল-অস্ট্রেলিয়া: ম্যাক্সওয়েলের অভিধানে চিরায়ত ব্যাকরণের বাইরের শটের অভাব নেই! টি-টোয়েন্টির ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের যুগে ম্যাক্সওয়েল এক রোমাঞ্চের নাম, দ্য সুপার ম্যাক্সি!যা গতকাল আরো একবার দেখালেন। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেশের শেষ ম্যাচে কোহলিদের দেয়া ১৯০ রানের জবাবে এক দুর্দান্ত জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সৌজন্যে ম্যাক্সওয়েল ঝড়। ম্যাক্সওয়েলের ৫৫ বলে ১১৩ রানের টর্নেডোতে অনায়েসেই জয় তুলে নেয় ফিঞ্চের দল।ম্যাক্সওয়েলের ইনিংসটি সাজানো ছিলো ৭ চার এবং ৯ ছক্কার সাহায্যে। জস বাটলার-ইংল্যান্ড: ইংল্যান্ডের জয়ের দিনে বড় ভূমিকা রেখেছে বাটলারের বিধ্বংসী ইনিংস। গত রাতে জস বাটলারের ৭৭ বলে ১৩ চার এবং ১২ ছক্কায় ১৫০ রান করেছেন। এটি বাটলারের দ্বিতীয় ক্যারিয়ার সেরা ১৫০ রানের ইনিংস।এর আগেও তিনি একবার ১৫০ রানের ইনিংস খেলেছেন। মরগান-ইংল্যান্ড: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অসাধরণ ইনিংস খেলেছেন ইংরেজ দলনেতা ইয়ন মরাগান।তুলে নিয়েছেন তার ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম শতক।তার ইনিংসটি সাজানো ছিলো ৮৮ বলে ৮ চার এবং ৬ ছক্কার সাহায্যে ১০৩। ক্রিস গেইল-ওয়েস্ট ইন্ডিজ: ইংলিশদের ইটের জবাব পাটকেল দিয়েই দিচ্ছিল গেইল। স্টোকসের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৯৭ বলে ১৬২ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন এখনো ফুরিয়ে না যাওয়া এই জ্যামাইকান। ১৬২ রানের এই ইনিংসে ১৪টি ছক্কা হাঁকিয়েছেন, চার মেরেছেন ১১টি। অঙ্ক কষলে ১২৮ রানই নিয়েছেন চার আর ছয় মেরে।একই দিন ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে গেইল প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচশ ছক্কার মাইলফলক ছুঁয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে পৌঁছেছেন ১০ হাজার রানের মাইলফলকও। গেইলের ওপরে আছেন ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা। তামিম ইকবাল-বাংলাদেশ: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বিবর্ণ বাংলাদেশের ইনিংসের উজ্জ্বল দিক বলতে তামিমের সেঞ্চুরি।২১ চার আর ১ ছয়ে ৯৮.৪৩ স্ট্রাইকরেটে ১২৮ বলে ১২৬ রান দেখে মনে হবে, হ্যামিল্টনের স্নিগ্ধ আবহাওয়ায় বুঝি ঝড় তুলেছেন বাংলাদেশ ওপেনার! পরিসংখ্যান যে অনেক সময় সঠিক চিত্র তুলে ধরে না, এটি আরেকটা উদাহরণ। শুরু থেকে তামিম আগ্রাসীই ছিলেন। তবে আগ্রাসী শব্দটার মধ্যে যে বুনো খ্যাপামি আছে, তা একেবারেই ছিল না। ৩৭ বলে ফিফটি করছেন, ১০০ বলে সেঞ্চুরি। বলে বলে রান তুলেছেন ঠিকই, তবে তামিমের ব্যাটিংয়ের সময় চেহারায় পেলব কমনীয়তার স্থলে বিরাজ করছে ছোপ ছোপ মলিনতা। শুধু বাংলাদেশের ইনিংসে কেন হ্যামিল্টন টেস্টের প্রথম দিনে সবচেয়ে আলোচিত ঘটনাই তো বাঁহাতি ওপেনারের সেঞ্চুরি। নিউজিল্যান্ড ইনিংসের ফাঁকেও তাই দেখানো হচ্ছিল তামিমের ইনিংসের হাইলাইটস। ইনিংসটা দেখানোর ফাঁকে বার কয়েক ক্যামেরায় দেখাল তামিমের মুখ। এমন একটা ইনিংস খেলার পর মুখ যতটা হাসিখুশি থাকার কথা, সেটি আর দেখা গেল কোথায়! তিনি একা করেছেন ১২৬, বাকিরা সবাই মিলে ১০৮। দলের ৫৩ শতাংশ রানের জোগানদাতা তামিম। সঙ্গে যদি আরেকজন ব্যাটসম্যান সেঞ্চুরি না হোক, অন্তত ৭০-৮০ রানের ইনিংসও খেলতেন, বাংলাদেশের স্কোর এমন হতদরিদ্র দেখাত না!



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Vv3wUp
February 28, 2019 at 06:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top