ঢাকা, ১৫ ফেব্রুয়ারি- চিত্রনায়িকা পরীমনি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে দীর্ঘদিনের প্রেমিক তামিমের সাথে বাগদান সম্পন্ন করেছেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাজধানী ঢাকায় বৃহস্পতিবার তাদের বাগদান সম্পন্ন হয়। পরীমনি বলেন, কোনও এক ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে আমাদের বিয়ে হবে। তিনি বলেন, দুই পরিবারের উপস্থিতিতে বাসায় বসে বাগদান হয়। এখনো অনেকগুলো প্রোগ্রাম বাকি রয়েছে। সেগুলো সবাইকে সঙ্গে নিয়ে করতে চাই। বিয়ের জন্য আমার আর একটু পরিপক্কতা লাগবে। তামিম হাসান একটি জাতীয় দৈনিকের বিনোদন প্রধানের দায়িত্ব পালন করছেন। এছাড়া একটি বেসরকারি রেডিও স্টেশনের জনপ্রিয় অনুষ্ঠান লাভগুরুর উপস্থাপকও তিনি। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেম আর ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি তাদের বাগদান সম্পন্ন হলো। গোপনে পরীমনি আর তামিমের বিয়ে হয়েছে বলে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল। পরীমনি ও তামিম ফেসবুকে নানা মুহূর্তের ছবি পোস্ট করেছেন এর আগেও। তবে সম্পর্কটা ঠিক কতদূর এগিয়েছে তা নিয়ে খোলাখুলি বলছিলেন না কেউই। অবশেষে তাদের বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা এলো। এমএ/ ০৪:৪৪/ ১৫ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2S56DAf
February 15, 2019 at 10:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top