মদের ভাটি করতে না দেওয়ার দাবিতে স্মারকলিপি

রায়গঞ্জ, ১৮ ফেব্রুয়ারিঃ জনবসতি এলাকায় মদের ভাটি করা যাবে না। সোমবার এই দাবিতে এলাকার পড়ুয়া থেকে শুরু করে মহিলারা জোটবদ্ধভাবে আন্দোলন করে। জেলা পুলিশ সুপার, আইসি এবং জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, এলাকায় অঙ্গনওয়াড়ি এবং মেয়েদের হাই স্কুল রয়েছে। এখানে মদের ভাটি চালু হলে স্কুলে যাতায়াত করতে সমস্যা হবে। এলাকার সুস্থ পরিবেশ বজায় রাখতে মদের ভাটি বা অবৈধ মদের দোকান করা যাবে না। এই বিষয়ে আবগারি দপ্তরের আধিকারিক তাপস মাইতি বলেন, নিয়ম মেনে লাইসেন্স দেওয়া হয়েছে। হাই স্কুলের ১০০ মিটারের মধ্যে লাইসেন্স দেওয়া হয়নি। সেইসাথে যে লাইসেন্স দেওয়া হয়েছে তার মেয়াদ ৬ মাসের। তাঁর দাবি, যিনি লাইসেন্স পেয়েছেন তিনি এখন ওই এলাকায় ব্যবসা করতে চাইছেন না। তাই ব্যবসা করতে না চাইলে লাইসেন্স বাতিল হয়ে যাবে।

সংবাদদাতাঃ দীপংকর মিত্র



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2In5gx2

February 18, 2019 at 09:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top