কলকাতা, ১০ ফেব্রুয়ারি- তিন দিনের মাথায় মুখ্যমন্ত্রী ধরনা তুলে নিয়েছেন। কিন্তু ধরনা শুরুর সময় থেকে প্রশ্ন ছিল, কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? দুদিন দেখা না পাওয়া গেলেও কোর্টের রায় বেরতেই মঞ্চে হাজির হন অভিষেক। অবশেষে আজ, প্রকাশ্যেই বুধবার সিবিআই-কে আক্রমণ করলেন অভিষেক। বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রের ওন্দা হাইস্কুল মাঠেএদিন অভিষেক বলেন, নরেন্দ্র মোদী ভাবছেন, মানুষের উপরে জোর করে ইডি সিবিআই চাপিয়ে দ্বিতীয় বার তারা ক্ষমতায় আসবে। আমি বলি, তোমার ইডি আর তোমার সিবিআই তৃণমূল-কংগ্রেসের কাঁচকলা করেছে। আগামীতেও কাঁচকলা করবে। বিজেপিকে আক্রমণ করে অভিষেক এদিন বলেন, ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দ্বিতীয় কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নেই। যার জেরে বাইরে থেকে কখনও যোগী বা কখনও শিবরাজ সিংহ চৌহানকে এনে সামাল দিতে হচ্ছে। অভিষেকের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর রাতের ঘুম কেড়ে নিয়েছেন। শুধু সিবিআই বা মোদী না, এদিন অভিষেকের মূল নিশানায় ছিলেন সৌমিত্র খান। নাম না করে অভিষেক বলেন, এখানকার যে সাংসদ ছিল, বিজেপিতে যোগ দিয়েছে। কারণ সে জাতে মাতাল তালে ঠিক। সে জানে তৃণমূল-কংগ্রেস আমাকে আর দাঁড় করাবে না। এই প্রসঙ্গেই অভিষেক বলেন, তৃণমূল কংগ্রেস চোর চিটিংবাজদের টিকিট দেয় না। প্রসঙ্গত, আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে ধরনা শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমইউ/০৪:০০/১০ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2TI8JHG
February 10, 2019 at 10:01PM
10 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top