কলকাতা, ১৬ ফেব্রুয়ারি- কংগ্রেসের ঝান্ডা ধরবেন বলেই শুক্রবার হলদিয়া থেকে কলকাতায় এসেছিলেন একসময়ের সিপিএমের দোর্দন্ডপ্রতাপ নেতা লক্ষণ শেঠ৷ এদিন বিকেল চারটের সময় কংগ্রেস যোগ দেওয়ার কথা একসময়ের সিপিএমের দোর্দন্ডপ্রতাপ নেতা লক্ষণ শেঠের৷ কিন্তু এদিন সকাল থেকে বেঁকে বসেন আব্দুল মান্নানরা৷ফলে আপাতত লক্ষণ শেঠের কংগ্রেসে যোগদান আটকে গেল৷ ২০১৪ সালে সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পর ২০১৬-তে বিজেপিতে যোগ দেন একসময় পূর্ব মেদিনীপুরের শেষ কথা লক্ষণ শেঠ। বিজেপিতে সেভাবে জায়গা না পেয়ে ২০১৮-তে দল ছেড়ে দেন। তারপর তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু নন্দীগ্রাম আন্দোলনে যাঁর বিরুদ্ধে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়-শুভেন্দু অধিকারীরা পায়ের তলায় জমি পেয়েছেন, তাঁকে দলে নিতে চায়নি তৃণমূল। অগত্যা, নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে কংগ্রেসের ছাতার তলায় আসার চেষ্টা শুরু করেন তিনি। জানা যায়, সোমেন মিত্র প্রদেশ কংগ্রেস হওয়ার কদিন পরেই তাঁর সঙ্গে দেখা করতে ছুটে গিয়েছিলেন লক্ষণ শেঠ। তারপর থেকে বেশ কয়েকধাপ কথাবার্তা শুরু হয়েছিল দুই পক্ষের মধ্যে। লক্ষণ শেঠ নিজেও সে কথা স্বীকার করে ছিলেন। কংগ্রেসে যোগ দেওয়ার ব্যাপারে তিনি বলে ছিলেন, কথা হয়েছে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। যা জানা যাচ্ছে, অনেক আগেই লক্ষণ শেঠের কংগ্রেসে যোগ দেওয়ার কথা ছিল৷ কিন্তু আব্দুল মান্নানদের বাধায় সেটা বিলম্বিত হয়৷ গত বুধবার নিজেদের মধ্যে বৈঠকে বসেন প্রদেশ কংগ্রেস নেতারা। সেখানেই লক্ষ্মণ শেঠের দলে যোগদানের সিদ্ধান্তে চূড়ান্ত শিলমোহর দেওয়া হয়। কিন্তু এদিন সকালে মান্নান গোষ্ঠী ফের বেঁকে বসে বলে খবর৷লক্ষন শেঠকে আটকাতে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর উপর তাঁরা চাপ বাড়ায় বলে খবর৷ এমনও জানা গিয়েছে, লক্ষণ শেঠকে দলে নিলে কংগ্রেস ছাড়াও হুঁশিয়ারি দিয়েছেন মান্নান সাহেব৷ বিধানভবন সূত্রে খবর, সভাপতি সোমেন মিত্র ও পশ্চিমবঙ্গের এআইসিসির পর্যবেক্ষক গৌরব গগৈ তাঁদের বোঝানোর চেষ্টা করেছেন৷ গৌরব এদিন দুপুরেই কলকাতায় এসেছেন৷ এব্যাপারে প্রতিক্রিয়া জানার জন্য আব্দুল মান্নানকে ফোন করা হয়েছিল৷ কিন্তু তিনি ফোন ধরেননি৷ এদিন এভাবে লক্ষণ শেঠের যোগদান আটকে যাওয়ায় অস্বস্তিতে পড়ে প্রদেশ নেতৃত্ব৷ কারণ লক্ষন শেঠ নিজেও জানতেন তিনি শুক্রবার বিকেলে কংগ্রেসে যোগ দিচ্ছেন৷ তিনি দুপুর দুটো নাগাদ কলকাতা 247-কে জানিয়েছেন, যোগদান বাতিল হওয়ার ব্যাপারে তাঁকে বিধানভবন থেকে কিছু জানানো হয়নি৷ প্রদেশ সভাপতির সঙ্গে আগাম কথা অনুযায়ী তিনি বিকেল চারটের সময় বিধানভবনে যাবেন৷ তবে সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ তিনি বলেন, আমি হলদিয়া ফিরছি৷ আজ ওদের দলীয় বৈঠক থাকায় যোগদান বাতিল করা হয়েছে৷ আমাকে পরে ওরা জানিয়ে দিয়েছিল৷ ২৬ তারিখের পর আমি কংগ্রেসে যোগ দেব৷ তবে কংগ্রেসে যোগদান এদিনও অব্যাহত ছিল৷ রাজ্য সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ইমতাজ আলি শাহ শুক্রবার সোমেন মিত্রর হাত থেকে কংগ্রেসের ঝান্ডা নিয়েছেন৷ এমইউ/০৯:১০/১৬ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2UZUQ80
February 16, 2019 at 03:11PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন