গুয়াহাটি, ১২ ফেব্রুয়ারিঃ নাগরিকত্ব বিলের প্রতিবাদে মরণোত্তর ভারতরত্ন সম্মান গ্রহণ করবে না প্রখ্যাত গায়ক তথা সাংবাদিক ভূপেন হাজারিকার পরিবার। ভূপেন হাজারিকার ছেলে তেজ জানিয়েছেন, ‘আমি অসমের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিফহাল। সুধাকণ্ঠ ভূপেন হাজারিকা সবসময়ই অসমের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং লড়াই আন্দোলন করেছেন। আমরা তাই এই সম্মান গ্রহণ করতে অস্বীকার করছি।’
সম্প্রতি, ভূপেন হাজারিকা সহ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও সমাজকর্মী নানাজি দেশমুখকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রজাতন্ত্র দিবসেই সেই সম্মান তুলে দেওয়া হবে জানানো হয়েছে। এরই মধ্যে ভারত সরকারের দেওয়া মরণোত্তর ভারতরত্ন সম্মান গ্রহন করবে না বলে জানাল ভূপেন হাজারিকার পরিবার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2I8Q3Qe
February 12, 2019 at 11:17AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন