টিকাকরণ করাতে গিয়ে উদ্ধার এক মাসের শিশুকন্যা

পুরাতন মালদা, ১৩ ফেব্রুয়ারিঃ এক মাসের শিশুকন্যা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদার ভাবুক অঞ্চলের ধুমাদিঘীতে। বুধবার শিশুটিকে উদ্ধার করেন জেলা চাইল্ড লাইন ও মালদা থানার পুলিশ আধিকারিকরা। এক মহিলার কাছ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে ভাবুক গ্রাম পঞ্চায়েতের খেজুরিয়া গ্রামের একটি আমবাগান থেকে ওই শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন ওই গ্রামেরই সাঞ্জলি কিস্কু নামে এক মহিলা। সোমবার বিকেলে মাঠে ছাগল চড়াতে গিয়ে এক শিশুর কান্নার আওয়াজ পান তিনি। পরে ওই শিশুটিকে কোলে তুলে নিজের বাড়ি নিয়ে আসেন তিনি। এরপর শিমুলঢাবে তার নিঃসন্তান বোন কমলা কিস্কু ও জামাই দেবু মুর্মুকে শিশু পাওয়ার ঘটনাটি জানালে তারা ওই শিশুর দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। আজ শিশুটির টিকাকরণের কার্ড করাতে ধুমাদিঘী স্বাস্থ্যকেন্দ্রে আসেন দেবু ও কমলা। তবে সাব সেন্টারের কর্মীরা শিশুটির বাবা মায়ের নাম জিজ্ঞেস করলে তাদের সন্দেহ হয়। তাদের প্রশ্ন করতেই গোটা ঘটনাটি সামনে চলে আসে। খবর দেওয়া হয় জেলা চাইল্ড লাইনে। বর্তমানে শিশুটিকে একটি হোমে রাখা হয়েছে। মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা জানান, ‘চাইল্ড লাইন থেকে খবর পেয়ে ধূমাদিঘী সাব সেন্টার থেকে একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে। আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি।’

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2BJRDCD

February 13, 2019 at 09:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top